Paltu Das Gupta

প্রয়াত পল্টু দাশগুপ্ত

ভাল নাম পূর্ণেন্দু। তবে পল্টু নামেই রাজনৈতিক জগতে পরিচিতি ছিল তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৫
Share:

পল্টু দাশগুপ্ত

বাংলায় অতীত দিনের ছাত্র আন্দোলনের অগ্রগণ্য মুখ এবং সিপিআই নেতা পল্টু দাশগুপ্ত (৮২) প্রয়াত হলেন। উল্টোডাঙার বাড়িতে রবিবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। অবিভক্ত কমিউনিস্ট পার্টির অন্তিম রাজ্য পরিষদের তিনিই ছিলেন শেষ জীবিত সদস্য।

Advertisement

ভাল নাম পূর্ণেন্দু। তবে পল্টু নামেই রাজনৈতিক জগতে পরিচিতি ছিল তাঁর। বিমান বসু, গুরুদাস দাশগুপ্ত, শ্যামল চক্রবর্তীদের পাশাপাশি বামপন্থী ছাত্র আন্দোলনে ডাকসাইটে প্রভাব ছিল। ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, কেরোসিনের দাবিতে ছাত্রদের আন্দোলনে পুলিশের গুলিতে বসিরহাটের নুরুল ইসলামের মৃত্যু, তার পরে উত্তাল খাদ্য আন্দোলন, আবার ‘অগণতান্ত্রিক’ ভাবে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার প্রতিবাদে হাইকোর্ট অভিযানের ডাক— নানা আন্দোলনেই সামনের সারিতে ছিলেন তিনি। পরবর্তী কালে সিপিআইয়ের কলকাতা জেলা পরিষদের সম্পাদক হয়েছিলেন পল্টুবাবু। ভূপেশ ভবনে এ দিন তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমানবাবু। ছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ-সহ বিভিন্ন দলের নেতারা। পরে নিমতলা শ্মশানে পল্টুবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement