Court

কোভিড আবহে আইনজীবীদের সাময়িক কর্মবিরতি রানাঘাট মহাকুমা আদালতে

বার অ্যাসোসিয়েশন সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার থেকে ওই কর্মবিরতি শুরু হবে। তা চলবে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৮:১৮
Share:

রানাঘাট মহকুমা আদালত। —নিজস্ব চিত্র।

করোনা আবহে সাময়িক ভাবে কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন রানাঘাট মহকুমা আদালতের আইনজীবীরা। তাঁদের যুক্তি, রানাঘাটে ক্রমশই বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। সংক্রমণের শিকার হয়ে কয়েক জন আইনজীবীর মৃত্যুও হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রানাঘাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

বার অ্যাসোসিয়েশন সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার থেকে ওই কর্মবিরতি শুরু হবে। তা চলবে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৩ মে পর্যন্ত। তার পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রানাঘাট মহকুমা আদালতের দুই আইনজীবীর। সম্প্রতি রানাঘাটের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় চক্রবর্তীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement