হাসপাতালে মদন মিত্র। —ফাইল চিত্র।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র। তাঁর দ্রুত আরোগ্য কামনায় শনিবার কামারহাটির ২২ নম্বর ওয়ার্ডের পঞ্চানন মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করেছেন মদন-অনুগামীরা। অথচ বাইপাসের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তৃণমূল নেতার মুখে শোনা গেল, যুদ্ধের বার্তা। মদন বলেন, ‘‘আমি যজ্ঞ হচ্ছে বলে শুনিনি। তবে সবার কাছে আমার আবেদন, আমি একা অসুস্থ নই। সারা বাংলা অসুস্থ, সারা দেশ অসুস্থ। তাই যজ্ঞ নয়, শত্রু, মিত্র সকলের সুস্থতার কামনায় প্রার্থনা হোক। যুদ্ধ হোক করোনার সংক্রমণকে হারাতে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এই সময় যেন সবাই শান্ত মাথায় থাকেন। কারণ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সবাই মিলেমিশে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করাটাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’’
ভোট মরসুমে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। সেই আবহে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছেই একজোট হয়ে কোভিড সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে সওয়াল করেছেন মদন। তবে নিজের স্বাস্থ্য প্রসঙ্গে মদন বলেন, ‘‘আগের চেয়ে একটু ভাল আছি। আমাকে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। অক্সিজেন চলছে, এখনও আমাকে ছাড়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি। আমি আপাতত চিকিৎসাধীন।’’
গত বুধবার করোনায় আক্রান্ত হন কামারহাটির তৃণমূল প্রার্থী। ১৭ এপ্রিল তাঁর ভোট মিটে যাওয়ার পরেই সংক্রমিত হন তিনি।