নিজস্ব চিত্র।
চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন তাপসের আপ্ত সহায়ক প্রবীর কয়াল-সহ তিন জন। এ বার তেহট্টের তৃণমূল বিধায়কের গ্রেফতারি এবং ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়া জেলা বিজেপির বেশ কয়েক জন নেতা-কর্মীকে নিয়ে তেহট্ট থানায় বিক্ষোভ দেখান জগন্নাথ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তাঁর প্রশ্ন, ‘‘বিধায়কের বিরুদ্ধে অভিযোগ কেন গ্রহণ করতে টালবাহানা করছে পুলিশ? প্রতারিতদের সুরক্ষার ব্যাপারে জেলা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে?’’
জগন্নাথ বলেন, ‘‘সিআইডি ওঁকে খুঁজছে। আর তিনি দৌড়ে বেড়াচ্ছেন— তৃণমূল ভবন, কালীঘাট-সহ বিভিন্ন নেতাদের কাছে। দোষ যদি না করবেন, তা হলে এত দৌড়োদৌড়ির প্রয়োজন কী? সিআইডি তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলেই প্রকৃত রহস্য প্রকাশ্যে আসবে। প্রতারিতরা ফেরত পাবেন তাঁদের কষ্টার্জিত অর্থ।’’
বিজেপি সাংসদের এই দাবির প্রেক্ষিতে বিধায়ক তাপস বলেন, ‘‘জগন্নাথবাবু কী বলেছেন আমি এখনও শুনিনি। না শুনে কোনও মন্তব্য করব না।’’