অতিরিক্ত সতর্ক থাকতে হবে পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখাগুলিকে। ছবি: সারমিন বেগম
বগটুই-কাণ্ডের পর গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিল পুলিশ। একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা)।
বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে তিনি পুলিশমন্ত্রীও বটে। সেখানে পৌঁছে তিনি পুলিশ ও গোয়েন্দাকে আরও গুরুত্বের সঙ্গে কাজ করার কথা বলেন। মমতার এই মন্তব্যের প্রায় সমসময়েই এই নির্দেশ দিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা)।
এই নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিভিন্ন দলের মধ্যে, এমনকি একই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব এবং হিংসার ঘটনা রুখতে জেলার গোয়েন্দা শাখার অফিসারদের আরও সক্রিয় ভাবে কাজে লাগাতে হবে। যে কোনও পরিস্থিতিতে তৈরি হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করে নিজেদের কাছে রাখতে হবে। সেই মর্মেই রাজ্যের সমস্ত পুলিশ সুপার, পুলিশ কমিশনারকে তাঁদের এক্তিয়ারের মধ্যে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি এবং আইজিপির নির্দেশে জারি করা হয়েছে এই নির্দেশিকা।
এই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, জেলার গোয়েন্দা শাখার অফিসারদের প্রতিটি ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম স্পর্শকাতর, তার নিরিখে আলাদা আলাদা করে চিহ্নিত করতে হবে। যে যে এলাকায় বিভিন্ন দলের এবং একই দলের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও এবং হিংসার সম্ভাবনা বেশি সেই এলাকাগুলিকে বেশি স্পর্শকাতর বলে চিহ্নিত করতে হবে। হিংসার ঘটনা ঘটতে পারে মনে হলে আগে থেকেই প্রয়েজনীয় সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রয়োজনে পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ সুপারদের আগে থেকেই বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারদের এই বিষয়ে অবগত রাখতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।