High Court

High Court on Rampurhat case: বগটুই-কাণ্ডে হাই কোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই, উঠল ভাদু-হত্যা প্রসঙ্গ

ভাদু-খুনের তদন্তভার সিবিআই নেবে কি না, তা নিয়ে ভিন্ন সওয়াল উঠে আসে কেন্দ্রের দুই আইনজীবীর মধ্যে। অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুরের বক্তব্য, প্রথম মামলার দায়িত্ব নিয়ে কাজ শুরুর পর ১০ দিন কেটে গিয়েছে। এখন আবার নতুন মামলা কী ভাবে নেবে সিবিআই! এত দিনে ভাদু-খুনের অনেক তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। তদন্তভার আগেই সিবিআইকে দেওয়া উচিত ছিল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১২:৫০
Share:

ফাইল চিত্র।

রামপুরহাট-কাণ্ডে কলকাতা হাই কোর্টের কাছে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। মুখবন্ধ খামে তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার শুনানিতে ওঠে ভাদু শেখ খুনে সিবিআই তদন্তের প্রসঙ্গও। উচ্চ আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, আদালত বললে তদন্তে রাজি কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘ভাদু শেখের খুনের পরই ওই গণহত্যার ঘটনা ঘটেছে। ফলে একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। তাই সিবিআইয়ের দুটো ঘটনারই তদন্ত করা উচিত।’’ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত রায় স্থগিত থাকলেও এই বিষয়ে হাই কোর্টের ওয়েবসাইটে রায় দিয়ে দেওয়া হবে।

ভাদু-খুনের তদন্তভার সিবিআই নেবে কি না, তা নিয়ে ভিন্ন সওয়াল উঠে আসে কেন্দ্রের দুই আইনজীবীর মধ্যে। অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুরের বক্তব্য, প্রথম মামলার দায়িত্ব নিয়ে কাজ শুরুর পর ১০ দিন কেটে গিয়েছে। এখন আবার নতুন মামলা কী ভাবে নেবে সিবিআই! এত দিনে ভাদু-খুনের অনেক তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। তদন্তভার আগেই সিবিআইকে দেওয়া উচিত ছিল।

Advertisement

আইনজীবী কৌস্তভ বাগচী বলেন,‘‘আমরা খবর পাচ্ছি সিবিআই যাঁদের সাক্ষী হিসাবে চাইছে তাঁরা যাতে মুখ না খোলেন সে কারণে পুলিশ ভয় দেখিয়ে বলছে ভাদু শেখের মামলায় তাদের অভিযুক্ত হিসাবে যুক্ত করে দেওয়া হবে। তাই দু’টি মামলার তদন্ত যদি একটি এজেন্সি করে তবে যারা তদন্ত করছে তাদের পক্ষেও সুবিধা হবে এবং ঘটনার সত্যতাও উঠে আসবে।’’

ওই বক্তব্যের পাল্টা কেন্দ্রের সহকারী সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন,‘‘বগটুই গণহত্যার তদন্তে সেখানে সিবিআইয়ের দল রয়েছে। ইতিমধ্যে টাওয়ার ডাম্পিং পদ্ধতি কাজে লাগিয়ে তদন্ত চলছে। ফলে এই অবস্থায় ভাদু-খুনের তদন্ত হাতে নিতে কোনও আপত্তি নেই কেন্দ্রীয় সংস্থার।’’ অবশেষে অবশ্য দু’জনেই এক মত হন। দস্তুর জানান, আদালত নির্দেশ দিলে ওই খুনের তদন্ত শুরু করবে সিবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement