Ram Nabami

করোনার মধ্যেই বড় করে রামনবমী পালন, মেদিনীপুরে তৃণমূলের কটাক্ষের মুখে বিজেপি

আগামী ২১ এপ্রিল রামনবমী। রাজ্যে তখনও শেষ তিন দফার ভোট বাকি থাকবে। তা সত্ত্বেও রামনবমীর অনুষ্ঠানে স্থানীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৮:৫৩
Share:

নিজস্ব চিত্র

করোনার কারণে গত বছর রামনবমী পালিত হয়নি। এ বছর যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে, সেই আবহে মেদিনীপুর শহরে রামনবমীর আয়োজন করছে একটি সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পুজো আয়োজিত হবে। তৃণমূল যদিও এই আয়োজন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি-কে।

Advertisement

আগামী ২১ এপ্রিল রামনবমী। রাজ্যে তখনও শেষ তিন দফার ভোট বাকি থাকবে। তা সত্ত্বেও রামনবমীর অনুষ্ঠানে স্থানীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ৫ দিনে জেলায় মৃত্যু হয়েছে এক জনের। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এমন পরিস্থিতিতে পুজোর আয়োজন কতটা স্বাস্থ্যসম্মত হবে, তা নিয়ে যদিও প্রশ্ন উঠছে।

আয়োজকদের দাবি, রামনবমী উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেদিনীপুর শহরে বাইক মিছিল থেকে শোভাযাত্রা করা হবে। রামনবমীর আগের দিন অর্থাৎ ২০ এপ্রিল শহরের জর্জকোর্টের কাছের টিভি টাওয়ারের মাঠ থেকে বাইক মিছিল শুরু হবে বলে উদ্যোক্তাদের তরফে জানিয়েছেন শঙ্কর গুছাইত। তিনি জেলা বিজেপি-র সাধারণ সম্পাদকও। শঙ্করের কথায়, ‘‘গত বছর অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এ বার নানা কর্মসূচি রয়েছে। কেরানিটোলা এলাকায় পুজোর আয়োজন করা হচ্ছে। ওই দিন প্রসাদ বিতরণ করা হবে। ২৩ এপ্রিল একটি শোভাযাত্রা বার হবে। শহরের রিং রোড এলাকায় ঘুরবে ওই শোভাযাত্রা।’’

Advertisement

মিছিলে প্রায় ১০ হাজার বাইক থাকবে বলে জানিয়েছেন শঙ্কর। তাঁর দাবি, ‘‘সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ এবং জেলা নেতৃত্বও হাজির থাকবেন।’’

যদিও রামনবমীর এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ‘‘রাম সকলের দেবতা। আমরা ভক্তি করি। আর ওরা ভড়ং করে। এটা ওদের লোক দেখানো কর্মসূচি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement