পুলিশ কনস্টেবল পদে নিয়োগের দাবিতে চাকরি - প্রার্থীদের মিছিল। কলকাতায়। —নিজস্ব চিত্র।
রাজ্যে পুলিশ কনস্টেবলের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে এ বার পথে নামলেন চাকরি-প্রার্থীরা। ‘পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি-প্রার্থী যৌথ মঞ্চে’র ডাকে বুধবার মিছিল হল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। ডব্লিউবিপি-র পরীক্ষায় পাশ করা চাকরি-প্রার্থীদের অভিযোগ, শিক্ষিত যুব অংশ যোগ্যতা থাকা সত্ত্বেও ‘বঞ্চিত’ হচ্ছে। অথচ রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চালাচ্ছে। মিছিলে ছিলেন সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ। তাঁর অভিযোগ, ‘‘রাজ্য জুড়ে বেআইনি ভাবে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ হচ্ছে। পুলিশের সংখ্যা ব্যাপক কম, ফলে রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী তবু এমন নৈরাজ্য চলছে।’’ যোগ্য প্রার্থীদের দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবি তুলেছেন তাঁরা।