Indian Railway

রাজধানী এক্সপ্রেসে এ বার যাত্রীদের জন্য বিনামূল্যে ম্যাগাজিন

শুক্রবার রেল কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ওই ম্যাগাজিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২০:১৬
Share:

শিয়ালদহ-নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেনে যাঁরা যাত্রা করবেন, তাঁরা প্রত্যেকেই বিনামূল্যে ওই ম্যাগাজিন পাবেন।

‘রাজধানী’ এক্সপ্রেসে যাত্রীরা এ বার বিনামূল্যে পাবেন লাইফস্টাইল ম্যাগাজিন। আজ, শুক্রবার রেল কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ওই ম্যাগাজিন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেনে (রাজধানী) যাঁরা যাত্রা করবেন, তাঁরা প্রত্যেকেই বিনামূল্যে ওই ম্যাগাজিন (স্টিমট্র্যাক) পাবেন।

শিয়ালদহ-এ ডিআরএম এসপি সিংহ অন্যান্য রেলকর্তাদের উপস্থিতিতে এ দিন ওই ম্যাগাজিনটি যাত্রীদের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেও দাস জানিয়েছেন, মূলত ভারতের বিভিন্ন প্রদেশের সংস্কৃতি, ইতিহাস, খেলা, খাদ্য, পরিবেশ-সহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ থাকবে ওই ম্যাগাজিনে। বিমানে চড়ার সময় এ রকম নানা ধরনের ম্যাগাজিন পড়ার সুযোগ পান যাত্রীরা। অনেকটা সেই ধাঁচেই ‘রাজধানী’ এক্সপ্রেসের যাত্রীদের জন্যেও ম্যাগাজিনের ব্যবস্থা করল ভারতীয় রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement