West Bengal Weather Update

বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

রবিবার থেকে বুধবার রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। অনেক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবেই এই দুর্যোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ১৫:৫৪
Share:

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সব জেলায় বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। — ফাইল চিত্র।

রাজ্যে এখনই কমছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে বুধবার রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। অনেক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কারণে ধাক্কা খেতে পারে সপ্তাহান্তের পুজোর বাজার। সোমবার, গান্ধীজয়ন্তীর দিনও বঙ্গবাসীর কেনাকাটায় বাদ সাধতে পারে বৃষ্টি।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের উপর ছিল নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার জেরেই ১ তারিখ, রবিবার থেকে ৪ অক্টোবর, বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে।

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ঝাড়গ্রামে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোম এবং মঙ্গলবারেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে।

Advertisement

রবিবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু’-এক জায়গায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই তিন জেলায় মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরের দু’-এক জায়গায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বুধবার কালিম্পং এবং জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিসের আশঙ্কা, দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে। বাড়তে পারে নদীগুলির জলস্তর। ৩ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তাঁদের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement