ভিজছে সৈকত শহর। নিজস্ব চিত্র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। এর মাঝেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নামে। সোমবার সকালেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
রবিবার গভীররাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় রায়দিঘি, পাথরপ্রতিমা, নামখানা, সাগর, কুলতলি এবং গোসাবায়। বৃষ্টি হয়েছে সারা রাত। সোমবার সকালেও সেই পরিস্থিতি। শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। রবিবার গভীর রাত থেকেই দিঘা এবং পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় বৃষ্টি। সোমবারও জারি বর্ষণ। এ ছাড়া উত্তর ২৪ পরগনার বারাসত-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে। এর উপরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাব খুবই কম