Raining

Kolkata Weather: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, ৪৮ ঘণ্টায় নিম্নচাপ! কয়েকটি জেলায় হতে পারে ভারী বর্ষণ

ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার দিনভর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১০:৩৩
Share:

ছবি পিটিআই।

কখনও আকাশে চড়া রোদ, আবার কখনও কালো মেঘে ঝিরঝিরে বৃষ্টি। ক’দিন ধরে কলকাতার আকাশের চেহারাটা এমনই। মঙ্গলবার সকালেও এই ছবির বদল ঘটেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

Advertisement

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

বৃহস্পতি, শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উল্লেখ্য, এ বার নির্ধারিত সময়ের পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। এখনও পর্যন্ত সে ভাবে ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement