কলকাতায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
শ্রাবণের শেষে বর্ষার চেনা আমেজ মালুম হচ্ছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের দৌলতে গত ক’দিন ধরেই কলকাতায় ঝরছে বারিধারা। সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলা থেকে সরেছে নিম্নচাপ। বর্তমানে ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান রয়েছে। নিম্নচাপ সরলেও আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি জারি থাকবে।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।