Rail

Rain blockade: বন্ধ মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধ, বিপর্যস্ত ট্রেন চলাচল

বন্ধ মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধের জেরে বিপর্যস্ত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। আপাতত বন্ধ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ০৮:৪৩
Share:

প্রতীকী ছবি।

বন্ধ মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধের জেরে বিপর্যস্ত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। ভাটপাড়া রিলায়্যান্স জুট মিল খোলার দাবিতেই বিক্ষোভে দেখিয়ে রেল অবরোধ করেন মিল শ্রমিকরা। সকাল আটটা থেকে তাঁরা রেললাইন অবরোধ করেছেন। বিক্ষোভের কারণে স্টেশনে আটকে রয়েছে নৈহাটি লোকাল। শ্রমিকদের দাবি, তাঁরা বৃহস্পতিবার সকালে মিলে গিয়ে দেখেন, কর্তৃপক্ষের তরফ থেকে গেটে তালা ঝুলিয়ে কারখানা বন্ধের নোটিস টাঙানো হয়েছে। তাঁদের অভিযোগ, ২৬ জানুয়ারির দিনে ছুটির থাকার সুযোগ নিয়ে কারখানা বন্ধ করা হয়েছে।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের বিশাল বাহিনী পৌঁছায় বলেও স্থানীয় সূত্রে খবর। অবশেষে বেলা ১২ টা নাগাদ মিল শ্রমিকরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারী শ্রমিক দাবি, বহু দিন ধরে তাঁদের সপ্তাহে তিনদিন করে কারখাানায় যেতে বলা হয়েছিল। কারখানা বন্ধ করায় তাঁদের পরিবার-সহ বিপদে পড়তে হবে বলেও জানিয়েছেন শ্রমিকরা।

Advertisement


শ্রমিকদের আরও অভিযোগ, কর্তৃপক্ষের পক্ষ থেকে মিলে পাট না থাকার অজুহাত দেখিয়ে কারখাানা বন্ধ করা হয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ মজুত থাকা পাট কারখানার বাইরে বিক্রি করছে বলেও তাঁদের দাবি।

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ও ডাউন-দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। প্রতিদিনই এই লাইনে প্রচুর মানুষ যাতায়াত করেন। অফিস টাইমে শিয়ালদহ মেন শাখায় এই অবরোধে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement