রাহুল সিংহ। —ফাইল চিত্র
দলীয় প্রার্থীর মনোনয়ন জমা কর্মসূচিতেও এনআরসি প্রসঙ্গ তুললেন বিজেপি নেতৃত্ব। বুধবার কালিয়াগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কমল সরকারের মনোনয়ন জমা দেওয়ার আগে রোড-শো করে বিজেপি। সেখানেই বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, ‘‘এনআরসি নিয়ে আপনারা ভয় পাবেন না। তৃণমূল আপনাদের ভুল বোঝাচ্ছে।’’
গত লোকসভা নির্বাচনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে এসে জানিয়েছিলেন, এ রাজ্যে এনআরসি কার্যকরী হবে। এই পরিস্থিতিতে এ দিন এনআরসি নিয়ে রাহুলের সাবধানী মন্তব্যে জল্পনা জেলার রাজনেতিক মহলে। সোমবার কালিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে এনআরসি নিয়ে বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়েন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। মঙ্গলবার কালিয়াগঞ্জে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মিসভাতেও মাঠ ভরেনি। দিলীপ প্রকাশ্যেই দলীয় নেতা-কর্মীদের লোকসভায় প্রাপ্ত ভোটের নিরিখে আত্মতুষ্টিতে না ভুগে বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ দেন। বিজেপির এক নেতার কথায়, ‘‘এনআরসি নিয়ে বাসিন্দাদের একাংশ ভয়ে আছেন। তার প্রভাব যাতে ভোটে না পড়ে, সে জন্য নেতারা বাসিন্দাদের বোঝাচ্ছেন।’’ তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের বক্তব্য, এনআরসি নিয়ে বিজেপি কতটা অস্বস্তিতে রয়েছে, তা গত কয়েক দিনে কালিয়াগঞ্জে বিজেপির নির্বাচনী প্রচার ও কর্মিসভার দৃশ্যেই স্পষ্ট হয়েছে। তাই এনআরসি নিয়ে এখন বিজেপি নেতারা উল্টোসুরে কথা বলছেন।
পরে অবশ্য রাহুল দাবি করেছেন, যে-সমস্ত বাংলাদেশের বাসিন্দা রাজ্যে অবৈধ ভাবে রয়েছেন, তাঁদের সে দেশে পাঠানোর জন্যই এনআরসি কার্যকরী হওয়া প্রয়োজন।