Aliah University

আরও এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বোস, এই নিয়ে ১৬, রইল বাকি ১৮!

স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য করা হল রফিকুল ইসলামকে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তালিকায় প্রথম নামই ছিল রফিকুলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২০:১৩
Share:

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগে বিলম্ব নিয়ে বৃহস্পতিবারই ক্ষোভ উগরে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরেই শুক্রবার আরও এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য করা হল রফিকুল ইসলাম। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তালিকায় প্রথম নামই ছিল রফিকুলের।

Advertisement

রাজ্যের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ার কথা। দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া নানা জটে আটকে রয়েছে। বাকি ৩৪টির মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয় ধরে এখনও পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এখনও ১৮টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ বাকি। প্রসঙ্গত উপাচার্য নিয়োগে বিলম্ব নিয়ে ব্রাত্য বৃহস্পতিবার বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আমরা আশাবাদী, সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগ হয়ে যাবে। অকারণে বিলম্ব হবে না। কারণ, এই বিলম্বের কোনও অর্থ নেই। এটা করা মানে সরাসরি সুপ্রিম কোর্টকেই অগ্রাহ্য করা।’’

ব্রাত্য আরও বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে আছেন। সৌজন্য দেখিয়েছেন। আমরা চাইব, বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত নিয়োগ হোক এবং অচলাবস্থা পুরোপুরি কেটে যাক। অনেক বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিছু এখনও বাকি আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের বাধা আমরা যথেষ্ট সহ্য করেছি। এই প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করা উচিত নয়।’’

Advertisement

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ সর্বজনবিদিত। সেই সংঘাতের জেরে এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য পদ ফাঁকা। আচার্য তথা রাজ্যপালের ঠিক করে দেওয়া অস্থায়ী উপাচার্যেরাই দায়িত্ব সামলাচ্ছিলেন। উপাচার্য নিয়োগ নিয়ে নবান্ন বনাম রাজ্যপালের বিবাদের নিষ্পত্তি করতে গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট ‘সার্চ-কাম-সিলেকশন’ কমিটি তৈরি করে দিয়েছিল। শীর্ষ আদালত বলেছিল, এই কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম বাছাই করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। নামের আদ্যক্ষরের ভিত্তিতে তালিকায় তিনটি নাম থাকবে। মুখ্যমন্ত্রী তিন জনের মধ্যে পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবেন। সেই নামের তালিকা থেকেই এক জনকে বেছে নেবেন রাজ্যপাল। তবে তা নিয়ে শীর্ষ আদালতে আপত্তি তোলেন বোস। সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যপালের আর্জি খারিজ করা হচ্ছে না। পরে প্রয়োজন মতো তা শোনা হবে। আপাতত আগের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে।

এর পর ৬ ডিসেম্বর, প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু-কানহো-বিরসা এবং রানি রাসমণি গ্রিন বিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তার পর ১০ ডিসেম্বর আরও চার এবং ১১ ডিসেম্বর আরও একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ‍্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। ১৭ ডিসেম্বর দার্জিলিং হিল্‌স বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। এ বার আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement