CPM

জোড়া ঘটনায় জারি বিতর্ক

ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রুবি পার্কের ওই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ০৫:৩৩
Share:

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ অব্যাহত রাখল বামেরা। প্রতীকী ছবি।

মোহনদাস কর্মচন্দ গান্ধীর আদলে অসুর রেখে দুর্গা পুজো করার ঘটনায় উদ্যোক্তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অন্য দিকে, বইয়ের বিপণিতে হামলা ও ভাঙচুরের অভিযোগে প্রতিবাদ জানাতে যাওয়া পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যদের গ্রেফতার করা হয়েছিল। দুই বিতর্কে পুলিশের দু’রকম ভূমিকার কথা বলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ অব্যাহত রাখল বামেরা। ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রুবি পার্কের ওই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। চিঠিতে তাঁর অভিযোগ, ‘নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা অনুসারেই রুবি পার্কের পুজো কমিটি এই কাজ করেছে’। পাশাপাশি, বইয়ের বিপণিতে হামলা এবং তার পরে বামপন্থীদের গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রাজ্যের গণতান্ত্রিক লেখক, শিল্পী সঙ্ঘের সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনার প্রতিবাদে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আরএসপি-র কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়ও। প্রতাপাদিত্য রোডের ওই বই বিপণির এলাকায় গিয়ে এ দিনই সিপিএমের আইনজীবী-সাংসদ বিকাশ ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েছেন, বামেদের উপরে এ ভাবে আক্রমণ চললে প্রতিরোধ ও প্রতি-আক্রমণও শুরু হবে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ‘‘বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement