রোহিত শর্মা (বাঁ দিকে) এবং গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ বছর পর টেস্ট সিরিজ়ে হেরেছে ভারত। সদ্যসমাপ্ত সিরিজ়ে হারতে হয়েছে ১-৩ ব্যবধানে। এই ফলাফলের পর ক্রিকেটার এবং কোচকে যে বোর্ডের প্রশ্নের মুখে পড়তে হবে তা জানাই ছিল। সেটাই হয়েছে। কোচ এবং অধিনায়ককে বেশ কিছু নির্দেশ দিয়েছেন বোর্ডকর্তারা।
এ দিন মুম্বইয়ে একটি বৈঠকে বোর্ডের নতুন সচিব ছিলেন। সঙ্গে ছিলেন সভাপতি রজার বিনিও। রোহিত এবং গৌতম গম্ভীরও হাজির ছিলেন। তবে এখনই দলে বিরাট কোনও বদল আনতে নারাজ কর্তারা। পারফরম্যান্সের উন্নতি করার বার্তা দিয়েই তাঁদের আপাতত রেহাই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “বর্ডার-গাওস্কর ট্রফির পারফরম্যান্স নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কী কী ভুল হয়েছিল এবং তা কী ভাবে সংশোধন করা যায় তা-ও আলোচনা হয়েছে। তবে এখনই বোর্ডের নতুন কর্তাদের থেকে কড়া সিদ্ধান্ত আশা করা উচিত নয়।”
পরের মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। তার আগে বড় বদলে রাজি নয় বোর্ড। তাদের ধারণা, এতে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি ৯ মার্চ শেষ। তার পরে দু’মাস আইপিএল চলবে। মাঝের এই সময়টায় জাতীয় দল নিয়ে আলোচনা করতে পারেন বোর্ডকর্তারা।
জানা গিয়েছে, ক্রিকেটারেরা আর ইচ্ছেমতো কোনও সিরিজ় খেলতে পারবেন না। শারীরিক কারণে কোনও সিরিজ় খেলতে না চাইলে সঠিক কারণ এবং তথ্য দেখাতে হবে। পাশাপাশি সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য।