Madhyamik 2025

প্রকাশে দেরি, কাজে আসে না পর্ষদের টেস্ট পেপার

শিক্ষকেরা জানাচ্ছেন, গত বছর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। পর্ষদ আনুষ্ঠানিক ভাবে টেস্ট পেপার প্রকাশ করে ১৯ ডিসেম্বর। কিন্তু সেই টেস্ট পেপার স্কুলে স্কুলে বিলি হতে হতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ০৫:১৫
Share:

— প্রতীকী চিত্র।

মাধ্যমিকের টেস্ট শেষ হয়েছে নভেম্বরের শেষে। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১০ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের পড়ুয়াদের জন্য বিনামূল্যে টেস্ট পেপার কবে প্রকাশ হবে সেই দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। স্কুলের শিক্ষকদের অভিযোগ প্রতি বছর পর্ষদের টেস্ট পেপার প্রকাশ হতে হতে মাধ্যমিক পরীক্ষা প্রায় সামনে চলে আসে। ফলে সেই টেস্ট পেপার দেখে অনুশীলন করার সময় পায় না পরীক্ষার্থীরা। চলতি ডিসেম্বরের মাঝ পর্বের মধ্যেই টেস্ট পেপার প্রকাশের আর্জি জানিয়ে পর্ষদকে চিঠি দিয়েছে শিক্ষকদের একাংশ।

Advertisement

শিক্ষকেরা জানাচ্ছেন, গত বছর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। পর্ষদ আনুষ্ঠানিক ভাবে টেস্ট পেপার প্রকাশ করে ১৯ ডিসেম্বর। কিন্তু সেই টেস্ট পেপার স্কুলে স্কুলে বিলি হতে হতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যায়। কোনও কোনও স্কুলে তারও পরে টেস্ট পেপার পৌঁছোয়। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘গত বছর মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্তে টেস্ট পেপার পেয়ে পড়ুয়াদের লাভ হয়নি। অথচ পর্ষদের ১০ লাখের উপর টেস্ট পেপার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। টেস্ট পেপার সময়ে প্রকাশ করে এই অপচয় বন্ধ করা হোক। নিখরচার টেস্ট পেপার গরিব পড়ুয়াদের খুবই উপকার হত।’’ ‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিসট্রেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘মাধ্যমিকের ফর্ম ভরা শেষ হচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। এর পরে পরীক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। ফলে অনেক সময় টেস্ট পেপার স্কুলে এসে পড়ে থাকে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টেস্ট পেপার প্রকাশ হলে কাজে লাগত।’’

এবিটিএ এই বছরের মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশ করে ফেলেছে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘‘এ বার এবিটিএ-র টেস্ট পেপার ৩ ডিসেম্বর প্রকাশ হয়েছে। তিন লাখ ২০ হাজারের মতো টেস্ট পেপার বেরিয়েছে। সব জেলায় পৌঁছেও গিয়েছে।’’ সুকুমারের প্রশ্ন, তাঁরা যদি টেস্ট শেষ হওয়ার পরেই টেস্ট পেপার প্রকাশ করে দিতে পারে তা হলে পর্ষদ তা পারছে না কেন? পর্ষদের এক কর্তার দাবি, তাঁদের টেস্ট পেপারও ছাপার কাজ শেষ। আর এক বার খুঁটিয়ে দেখে বাঁধাইয়ের জন্য যাবে। ওই কর্তা বলেন, ‘‘সব পরীক্ষার্থীর কথা ভেবে দশ লক্ষের মতো টেস্ট পেপার ছাপা হচ্ছে। আশা করা যায়, মাঝ ডিসেম্বর থেকে তা স্কুলে স্কুলে পাঠানো শুরু করা যাবে। দেরি ঠেকাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement