RG Kar Medical College and Hospital Incident

ফেসবুক পোস্টে কেন ভয়, প্রশ্ন

আন্দোলনকারীদের তরফে শতাব্দী দাশ বলেছেন যে, ‘‘কয়েকটি ঘটনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। কিছু ক্ষেত্রে পুলিশ অযথা ধরপাকড় করছে বলে মনে হচ্ছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০
Share:

—প্রতীকী চিত্র।

আর জি কর-কাণ্ডের পটভূমিতে রাজ্যে গণতান্ত্রিক প্রতিবাদী আন্দোলনের শরিক সাধারণ মানুষের উপরে নেমে আসা পুলিশি পদক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ১৪ অগস্ট থেকে শুরু হওয়া ‘রাত দখল’ কর্মসূচির শরিক প্রতিবাদীদের কেউ কেউ।

Advertisement

আন্দোলনকারীদের তরফে শতাব্দী দাশ বলেছেন যে, ‘‘কয়েকটি ঘটনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। কিছু ক্ষেত্রে পুলিশ অযথা ধরপাকড় করছে বলে মনে হচ্ছে। বারাসতে আন্দোলনকারীদের সঙ্গেও পুলিশের আচরণ সমর্থনযোগ্য ছিল না। সামান্য ফেসবুকের মিম বা পোস্ট নিয়েও ইদানীংকালে জলঘোলা করা হচ্ছে বলে চোখে পড়ছে।’’ এরই সঙ্গে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিজেপি-শিবিরের থেকেও দূরত্ব বজায় রাখার কথা বলেছেন প্রতিবাদীরা। হাথরস, উন্নাও, কাঠুয়ার ঘটনা বা দিল্লির কুস্তিগিরদের উপরে নির্যাতন, বিলকিস বানোর ধর্ষকদের সম্বর্ধনার মতো ঘটনা মনে করিয়ে প্রতিবাদী মেয়েরা বলেন, এই আন্দোলনে বিজেপির পাশে হাঁটতেও তাঁদের আপত্তি আছে।

পাশাপাশি, শহরে বা গ্রামে নানা ক্ষেত্রে কর্মরত মেয়েদের নিয়ে নৈশ সভা আয়োজনের ডাক দেন প্রতিবাদীরা। আগামী ২৩ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যুবরণের দিনে স্কুলে স্কুলে ধর্ষণ-সংস্কৃতির বিরুদ্ধে শপথ নেওয়ার ডাক দিয়েছেন প্রতিবাদী মহিলারা। নিজস্ব সংবাদদাতা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement