প্রতীকী ছবি।
গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত নন বলে এ বার মুচলেকা দিতে হবে সরকার পোষিত স্কুলের শিক্ষকদের। এমনই বিজ্ঞপ্তি জারি করল উত্তর ২৪ পরগনা জেলা শিক্ষা দফতর।সরকারি শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবেন না এমন নির্দেশিকা তো ছিলই, কিন্তু কলকাতা, উত্তর শহরতলি-সহ উত্তর ২৪ পরগনা জেলার বহু জায়গায় সরকারি শিক্ষকদের বিরুদ্ধে সেই নিয়ম না মানার অভিযোগ উঠছিল। তা নিয়ে বুধবার ‘গৃহশিক্ষক কল্যাণ সমিতি’ নামে গৃহশিক্ষকদের একটি সংগঠনের রাজ্যস্তরের প্রতিনিধিরা এই জেলার স্কুল পরিদর্শকের সঙ্গে বৈঠক করেন। তার পরেই এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
বৃহস্পতিবার জেলার ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক দিব্যেন্দু পাল বলেন, ‘‘শিক্ষকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ আসছিল। তাই মুচলেকা দিতে বলা হয়েছে। সরকারি নিয়ম না মেনে স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন বলে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’’
শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, সরকার পোষিত বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা গৃহশিক্ষকতা করছেন বলে বার বার অভিযোগ আসছিল। সেই অনিয়ম ঠেকাতে এই জেলার সমস্ত শিক্ষককে মুচলেকা দিতে বলা হয়েছে।
আরও পডুন: কয়লা পাচার: তল্লাশি জেলা-কলকাতায়
আরও পডুন: আগামী ৩ বছরে রাজ্যে ৩৫ লক্ষ কাজের ঘোষণা মমতার
এর অন্যথা হলে সরকারি নিয়মে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত প্রসঙ্গে গৃহশিক্ষকদের ওই সংগঠনের রাজ্য সভাপতি দীপ দাস এ দিন বলেন, ‘‘আমরা সব জেলাতেই এমন অভিযোগ পেয়েছি। উত্তর ২৪ পরগনা এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। ’’