দুই জেলায় দুর্ঘটনায় মৃত এক প্রৌঢ়া, জখম ১০ পুলিশকর্মী

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের একটি ভ্যান। জখম হলেন রাজ্য সশস্ত্র পুলিশের ১০ কনস্টেবল। বুধবার দুপুরে সারেঙ্গা থানার বাগজাতা মোড়ের কাছে, বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রায় একই সময়ে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে, পুরুলিয়ার উড়ালপুলের উপরে ট্রেলার ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ছয় ট্রেকার আরোহী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ০০:১৪
Share:

সারেঙ্গায় রাস্তার ধারে উল্টে রয়েছে পুলিশের ভ্যান।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের একটি ভ্যান। জখম হলেন রাজ্য সশস্ত্র পুলিশের ১০ কনস্টেবল। বুধবার দুপুরে সারেঙ্গা থানার বাগজাতা মোড়ের কাছে, বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রায় একই সময়ে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে, পুরুলিয়ার উড়ালপুলের উপরে ট্রেলার ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ছয় ট্রেকার আরোহী।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ছড়রা ক্যাম্প থেকে রাজ্য সশস্ত্র পুলিশের ১১ নম্বর ব্যাটেলিয়নের ১০ জন কনস্টেবল একটি ভ্যানে করে পশ্চিম মেদিনীপুরের লালগড় থানার নছিপুর ক্যাম্পে যাচ্ছিলেন। সারেঙ্গার বাগজাতা মোড়ের কাছে রাস্তায় একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি রাস্তার পাশে জমিতে উল্টে যায়। চালক-সহ গাড়ির আরোহী পুলিশকর্মীরা সকলেই কম-বেশি জখম হন। আহত পুলিশকর্মী সৌমেন কুণ্ডু, সঞ্জয় দে, রঞ্জিত বেরা জানান, ‘গাড়িতে বসেছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি লাগল। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা রাস্তার পাশে উল্টে গেল। জিনিসপত্র আমাদের উপর আছড়ে পড়ল। প্রায় সবাই আঘাত পেয়েছি।” খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই আহত পুলিশকর্মীদের উদ্ধার করে রাইপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর। বাকিদের শরীরে চোট লাগলেও তাঁদের অবস্থা স্থিতিশীল।

পুরুলিয়ায় উড়ালপুলের উপরে দুর্ঘটনায় আহত ছ’জনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেকার পুরুলিয়া মফস্সল থানার জয়নগর থেকে পুরুলিয়া শহরের দিকে আসছিল। সেই সময় উড়ালপুলের উপরে উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে ট্রেকাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোট ছ’জন ট্রেকার যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালবাহী ট্রেলারটি পুলের উপরে ওঠার পরেই ট্রেকারটিকে ধাক্কা মারে। যাত্রীদের বেশ কয়েকজন ছিটকে পড়েন। পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ট্রেলারের চালক পলাতক। তবে ট্রেলারটি আটক করেছে পুলিশ।

Advertisement

পুরুলিয়ার ওভারব্রিজে দুর্ঘটনাগ্রস্ত ট্রেকারটি।

এ দিন দুপুরেই পুঞ্চা-পুরুলিয়া রাস্তায়, পুঞ্চা’র পেট্রল পাম্পের কাছে মোটরবাইক ও বোলেরোর মুখোমুখি ধাক্কায় এক যুবক আহত হয়েছেন। আহত যুবককে পুঞ্চা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বোলেরো গাড়িটি পুঞ্চার দিক থেকে আসছিল। মোটরবাইক নিয়ে ওই ব্যক্তি উল্টো দিক থেকে আসছিলেন। প্রিত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় মোটরবাইক আরোহী ছিটকে পড়েন। মোটরবাইকটিকে বেশ খানিকটা টেনে নিয়ে যায় বোলেরো গাড়িটি। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক পলাতক।

অন্য দিকে, মঙ্গলবার সন্ধ্যায় মোটরবাইক উল্টে আরোহী এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে নিতুড়িয়া থানার ইনানপুর গ্রামের কাছে.দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম সাধনী বাউরি (৫৫)। তাঁর বাড়ি সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, তিনি ছেলের সঙ্গে মোটরবাইকে নিতুড়িয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তাঁর ছেলের আঘাত গুরুতর নয়।

—নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement