ধৃত বাবর আলি। নিজস্ব চিত্র।
লটারির সাড়ে চার লক্ষ টাকা পুরস্কার। আর সেই জাল টিকিট ভাঙাতে গিয়ে বীরভূমের নলহাটিতে ধরা পড়ল এক যুবক। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম বাবর আলি । তার বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার নলহাটির একটি লটারির দোকানে টিকিটটি ভাঙাতে এসেছিল। দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি বাবরকে আটকে রেখে পুলিশে খবর দেন। অভিযোগ, এর আগেও জাল লটারি টিকিট ভাঙিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মুর্শিদাবাদের কয়েকজন প্রতারক।
খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রের খবর, বাবর প্রতারক চক্রের সঙ্গে জড়িত। তাকে জেরা করে চক্রের বাকিদের ধরার চেষ্টা চলছে।