সেই মূর্তি। নিজস্ব চিত্র।
বিশ্বভারতীর কর্মসমিতির প্রাক্তন সদস্য তথা চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে নজরে আসে বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডের হরগৌরী তলায়। এই এলাকার বাসিন্দা, চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এক টাকার বিনিময়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিসেবা দিয়ে এসেছেন। সম্প্রতি পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তার পরে বোলপুর ১৪ নম্বর ওয়ার্ড কমিটি এবং বোলপুর পুরসভার উদ্যোগে সুশোভনবাবুকে শ্রদ্ধা জানিয়ে হরগৌরী তলায় আবক্ষ মূর্তির উম্মোচন করেছিল। চলতি বছরের মার্চ মাসে তার উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে অশান্তি চলছে তা নিয়ে নানা সময়ে মুখ খুলেছেন সুশোভনবাবু। সেই ঘটনার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে অনেকের অুনমান। সুশোভনবাবু অবশ্য বলেন, ‘‘কে আমার মূর্তি ভেঙে দিল, কালি লেপে দিল তা নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই।’’ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। তাঁদের দাবি, এ ভাবে অসম্মান কাম্য নয়। নিন্দা জানানো হয়েছে বোলপুর শহর কংগ্রেসের তরফেও। বুধবার বিকেল পর্যন্ত এই নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বিষয়টি দেখছে।