দোকানে ‘আটক’ বিজেপি কর্মী। —নিজস্ব চিত্র।
পুরভোটের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপি প্রার্থীদের আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে। যদিও বিজেপি-র তোলা ওই অভিযোগকে সাজানো বলছে তৃণমূল।
বিজেপি- অভিযোগ, বুধবার সকালে বোলপুরের মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থীরা। নেতাজি মার্কেট এলাকায় একটি ফোটোকপির দোকানে অপেক্ষা করছিলেন বিজেপি প্রার্থীরা। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের আটকে রেখেছেন। দোকানের ভিতর থেকে কাঞ্চন ঘোষ নামে এক বিজেপি কর্মী বলেন, ‘‘আমার স্ত্রী সুচেতা ঘোষরায় প্রার্থী। তৃণমূলের লোকজন এসে শাটার বন্ধ করে দিয়েছে। আমাদের কোনও নিরাপত্তা নেই। তাই বেরোতে ভয় পাচ্ছি। আমরা নিরাপত্তা চাইছি। পুলিশ-প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের মারধর করা হয়েছে। প্রশাসন আশ্বাস দিলেও তা বাস্তবে কিছু দেখা যাচ্ছে না।’’
যদিও বিজেপি-র তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের বক্তব্য, গোটা বিষয়টাই সাজানো। বিজেপি মনোনয়ন জমা দেওয়া আগে নাটক করছে বলে দাবি তৃণমূল নেতাদের।