চাকায় জল ছিটকে বেসামাল, মৃত্যু ছাত্রীর

বৃষ্টিতে রাস্তার পাশে জল জমেছিল। ওই রাস্তা ধরে সহপাঠীদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল পুরুলিয়ার বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৩:১৬
Share:

বৃষ্টিতে রাস্তার পাশে জল জমেছিল। ওই রাস্তা ধরে সহপাঠীদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল পুরুলিয়ার বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। হঠাৎই সেই সময়ে সামনে দিক থেকে আসা একটি লরির চাকায় রাস্তার পাশে জমে থাকা জল ছিটকে ছাত্রীটির মুখে পড়ে। বেসামাল হয়ে ওই ছাত্রী সাইকেল নিয়ে রাস্তার দিকে পড়ে যায়। তখন লরির পিছনের অংশে ছাত্রীর মাথায় চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অম্বিকা মাহাতো (১৭) নামের ওই ছাত্রীর।

Advertisement

শুক্রবার দুপুরে পুরুলিয়া শহরে সার্কিট হাউসের অদূরে পুরুলিয়া-জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরে ওই ছাত্রীর সঙ্গে থাকা অন্য পড়ুয়ারা বিহ্বল হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে তারা। এলাকার লোকজন রাস্তায় জড়ো হয়ে যান। দুর্ঘটনার জেরে ওই রাস্তা কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। অম্বিকা নামের ওই ছাত্রীর বাড়ি পুরুলিয়া মফস্‌সল থানার রাঘবপুরে। বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠে সে দ্বাদশ শ্রেণিতে পড়ত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তার পাশে জমে থাকা জল ছিটকে আসায় ছাত্রীটি পড়ে যায়। মাথায় চোট পেয়েই সে মারা যায়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। তবে ওই লরিচালকে আটক করতে পারেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement