Visva Bharati Univeristy

ক্ষমা চাইতে হবে, মেল উপাচার্যকে

মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বুধবার উপাচার্যকে ই-মেল করেছেন সুদীপ্ত। উপাচার্য সহ কর্মসমিতির বাকি সদস্যদেরও ই-মেল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩১
Share:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

একটি ইউটিউব চ্যানেলে কয়েক দিন আগে বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলে অভিযোগ। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্যকে ই-মেল করে ক্ষমা প্রার্থনার দাবি জানালেন ওই অধ্যাপক। ওই অধ্যাপকের দাবি, “ওই ভিডিয়োয় উপাচার্য কোনও তথ্য প্রমাণ ছাড়াই আমার সম্পর্কে অভিযোগ করেন যে, আমি ক্লাসে ফাঁকি দিয়ে সপ্তাহে এক দিন কর্মক্ষেত্রে এসে উপাচার্য বিরোধী কার্যকলাপ করেছি।’’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বুধবার উপাচার্যকে ই-মেল করেছেন সুদীপ্ত। উপাচার্য সহ কর্মসমিতির বাকি সদস্যদেরও ই-মেল করা হয়েছে। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সুদীপ্ত বলেন, “উপাচার্য-ঘনিষ্ঠ অধ্যাপকের বিরুদ্ধে ক্লাস ফাঁকি দেওয়ার প্রমাণ থাকলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, বিনা প্রমাণে আমার সম্মানহানি করা হচ্ছে।’’ এই নিয়ে উপাচার্য বা বিশ্বভারতীর প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement