জাতীয় সম্মান পাচ্ছেন জঙ্গলমহলের ২ শিক্ষক

জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন দুই জেলার জঙ্গলমহলের দুই শিক্ষক। রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারের তালিকাতেও পিছিয়ে পড়া এলাকার কয়েকজন শিক্ষক বিশেষ কৃতিত্বের জন্য ‘শিক্ষারত্ন’ সম্মান পেতে চলেছেন। আজ সোমবার শিক্ষক দিবসে সেরা শিক্ষকদের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৩
Share:

জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন দুই জেলার জঙ্গলমহলের দুই শিক্ষক। রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারের তালিকাতেও পিছিয়ে পড়া এলাকার কয়েকজন শিক্ষক বিশেষ কৃতিত্বের জন্য ‘শিক্ষারত্ন’ সম্মান পেতে চলেছেন। আজ সোমবার শিক্ষক দিবসে সেরা শিক্ষকদের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সদ্য অবসরপ্রাপ্ত জঙ্গলমহলের রাইপুর ব্লকের পিঁড়রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু মাহাতো শিক্ষক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন। ২০১৪ সালে তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। তাঁর একটি রাজনৈতিক পরিচয়ও আছে। তিনি রাইপুর ব্লক তৃণমূল সভাপতিও বটে। তাঁর বক্তব্য, ‘‘কর্মজীবনের শেষে এই সম্মান জীবনেরা সেরা প্রাপ্তি হয়ে থাকবে।’’ জাতীয় শিক্ষক হিসাবে পুরুলিয়ার বাঘমুণ্ডি হাইস্কুলের প্রধানশিক্ষক নিবারণচন্দ্র মাহাতোর নাম বিবেচিত হয়েছে। পুরস্কার নিতে তাঁরা ইতিমধ্যেই নয়াদিল্লি পাড়ি দিয়েছেন।

এ বছর শিক্ষারত্ন পাচ্ছেন পাচ্ছেন বাঁকুড়া জেলার সাত শিক্ষক এবং পুরুলিয়া জেলার পাঁচ শিক্ষত। শিক্ষারত্নের তালিকাতেও রয়েছেন বাঁকুড়া জেলার জঙ্গলমহলের ব্লক সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাধন মণ্ডল ও সিমলাপালের মাচাতোড়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক সুনীতিকুমার মণ্ডল। সাধনবাবু দীর্ঘ দিন ধরেই এলাকায় তামাক বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছেন। স্কুলের ছেলেমেয়েদের মধ্যে এ নিয়ে তাঁকে প্রচারে নামতে বারবার দেখা গিয়েছে। বাল্য বিবাহ রোধেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সাধনবাবু বলেন, “শিক্ষারত্ন সম্মানের জন্য মনোনীত হয়ে কাজ করার উৎসাহ আরও বেড়ে গেল।’’

Advertisement

ওই সম্মান পাচ্ছেন কোতুলপুরের কাঁকরবেড়িয়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক জীতেন্দ্রনাথ ঘোষাল, পাশের গোপীনাথপুর সরোজবাসিনী হাইস্কুলের শিক্ষক দিলীপকুমার রায়, বড়জোড়া সম্মিলনী চাঁদাই হাই মাদ্রাসার শিক্ষক রবিলোচন কুণ্ডুও। বাঁকুড়া সারদামণি গার্লস কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত এবং এই কলেজের অর্থনীতির বিভাগীয় প্রধান নিত্যানন্দ পাত্রও শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। সিদ্ধার্থবাবু বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতির সদস্য ও ন্যাকের অন্যতম পরিদর্শক পদেও রয়েছেন। ২০১৫ সালে বাঁকুড়া সারদামণি গার্লস কলেজ ন্যাকের বিচারে ‘এ’ গ্রেড পায়। সিদ্ধার্থবাবু বলেন, “গত কয়েক বছরের মধ্যে কলেজের মানোন্নয়ন হয়েছে। এই জোড়া পুরস্কার বড় পাওনা।’’

গত বছর ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা দফতর আয়োজিত ২৩তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা ও রাজ্যস্তরে সফল হয়ে জাতীয় স্তরে গিয়েছিল বড়জোড়ার ভিড়কাশোল নিবারণ মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও ওন্দার দানারডিহি সিধু-কানহো মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। ওই সাফল্যের জন্য বড়জোড়া ভিড়কাশোল নিবারণ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক শুভ্রাংশু বসু ও দানারডিহি সিধু কানহো মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক অরুময় চট্টোপাধ্যায়কে শিক্ষক দিবসে বিশেষ সম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন।

পুরুলিয়া জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুগ্ম আহ্বায়ক কল্যাণপ্রসাদ মাহাতো জানিয়েছেন, বাঘমুণ্ডি থানার খটকাডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শিবশঙ্কর মাহাতো এবং ওই থানা এলাকার প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ভূতনাথ হাজরা শিক্ষারত্ন পাচ্ছেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের মধ্যে পুরুলিয়া ১ ব্লকের দুই শিক্ষক যথাক্রমে ডুড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠের প্রধানশিক্ষক শুভাশিস গুহ নিয়োগী ও ডিমডিহা গৌরীনাথ বিদ্যাপীঠের প্রধানশিক্ষক কালু কুইরি এবং পুরুলিয়া ২ ব্লকের বেলমা রঘুনন্দন হাইস্কুলের প্রধানশিক্ষক অজিত মাহাতো শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন।

পুরুলিয়া জেলার সেরা স্কুল নির্বাচিত হয়েছে হুড়া থানার লক্ষ্মণপুর ওয়াইএসএসকে বিদ্যাপীঠ। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই স্কুলের প্রধানশিক্ষক প্রহ্লাদ মাহাতো স্কুলের পঠন-পাঠনের পরিবেশ এবং পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর উন্নতি ঘটিয়েছেন। যোগ্য স্কুলই পুরস্কার পাচ্ছে।’’

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জেলার সেরা নির্বাচিত হয়েছে মানবাজার থানার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। ইতিপূর্বে এই প্রাথমিক বিদ্যালয়টি স্কুলের পঠনপাঠন পরিবেশ, সচেতনতা ও পরিকাঠামোর মানের জন্য ‘নির্মল বিদ্যালয়’, ‘শিশু মিত্র’ প্রভৃতি পুরস্কার পেয়েছে। স্কুলের প্রধানশিক্ষক অমিতাভ মিশ্র বলেন, ‘‘এই পুরস্কার আমাদের বাড়তি উৎসাহ জোগাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement