দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেলার এবং ট্রাক। —নিজস্ব চিত্র।
লরি এবং ট্রেলারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দুই গাড়ির চালকের। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বিষ্ণুপুর থানার চূড়ামণিপুর এলাকায়। মৃত দুই চালকের নাম রাজু যাদব এবং মনোজ সিংহ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতে একটি ট্রেলার বাঁকুড়ার দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি দশ চাকার লরি প্রচণ্ড গতিবেগে বাঁকুড়ার দিকে আসছিল। বিষ্ণুপুর থানা এলাকার চূড়ামণিপুরের কাছে দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে। ওই মুখোমুখি সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দু’টি গাড়িরই সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে লরিচালক রাজু যাদবের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রাতেই স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ দুই গাড়ির আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমেই লরিচালক রাজুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ট্রেলার চালক মনোজ সিংহেরও। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা।