TMC

TMC: নানুরে তৃণমূল নেতার মাথায় বঁটির কোপ, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে, অস্বীকার গেরুয়া শিবিরের

ঘটনা নিয়ে বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল গোষ্ঠীকোন্দল ঢাকতে বিজেপি-র বিরুদ্ধে মিথ্য অভিযোগ করছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নানুর শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ২২:৫০
Share:

নিজস্ব চিত্র

Advertisement

সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বেরনোর সময় অতর্কিতে তৃণমূলে নেতার উপর বঁটি নিয়ে হামলা বীরভূমে। আহত অবস্থায় কীর্ণাহার দু’নম্বর অঞ্চলের তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকা বিদ্যুৎ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা বিদ্যুৎকে প্রাণে মারতে চেয়েছিলেন। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

প্রাথমিক চিকিৎসার পর আহত তৃণমূল নেতা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় তিনি দলীয় কার্যালয় থেকে বেরনোর পরেই হাতে মদের বোতল ও বঁটি হঠাৎ তাঁর দিকে তেড়ে আসেন স্থানীয় বিজেপি নেতা চরণ দাস। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন। চরণ এসে অতর্কিতে বঁটি দিয়ে মাথায় একপাশে আঘাত করেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিদ্যুৎ। হামলার পরই এলাকা থেকে চম্পট দেন চরণ। বিদ্যুৎ বলেছেন, ‘‘আগের কোনও শত্রুতার কারণেই হয়ত বিজেপি নেতা চরণ আমার উপর হামলা করল। আমাকে প্রাণে মারতে চেয়েছিল। বরাত জোরে বেঁচে গিয়েছি।’’

হামলার পর রক্তাক্ত অবস্থায় বিদ্যুৎকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি ও তাঁর দলের কর্মীরা ঘটনার জন্য সরাসরি বিজেপি-র দিকে আঙুল তোলেন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ঘটনা নিয়ে বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল গোষ্ঠীকোন্দল ঢাকতে বিজেপি-র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। নানুর, লাভপুর এলাকার বিজেপি-র কর্মী সমর্থকরা এখনও ঘর ছাড়া। তারপরও কী করে বিজেপি কর্মীরা মারধর করছে? এটা হাস্যকর অভিযোগ, মিথ্যা অভিযোগ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement