Anubrata Mondal

TMC: দিল্লি, ত্রিপুরাতেও হবে ভয়ঙ্কর খেলা, দাবি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের

মহম্মদবাজারের ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় খেলা দিবসের সূচনা করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০০:০৯
Share:

মহম্মদবাজারে অনুব্রত মণ্ডল।

১৬ অগস্ট খেলা দিবসের উদ্বোধন করতে মহম্মদবাজারে পৌঁছে বিজেপি-কে বিঁধলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। মহম্মদবাজারের ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় খেলা দিবসের সূচনা করলেন।

Advertisement

সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি জানিয়ে দেন, দিল্লি, ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশ সব জায়গায় ভয়ঙ্কর খেলা হবে। অনুব্রতের মন্তব্য, ‘‘একুশে যেমন খেলা হয়েছে, চব্বিশেও তেমনি খেলা হবে।”

এই অনুষ্ঠান উপলক্ষে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার এক লক্ষ টাকা। ফাইনালে পরাজিত দল পাবে ৬০ হাজার টাকা। অনুব্রত ফুটবল বিতরণের মধ্য দিয়ে এই খেলা হবে দিবসের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘‘আমার খেলা দিদির পছন্দ হয়েছে। এই ভয়ঙ্কর খেলা দিল্লিতেও হবে, ত্রিপুরাতে ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে।’’ ত্রিপুরায় তৃণমূলের প্রচারে তাঁর অংশগ্রহণের সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, ‘‘দল চাইলে নিশ্চয়ই আমি যাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement