West Bengal Panchayat Election 2023

কংগ্রেসের দেওয়াল লিখন মোছার নালিশ

বৃহস্পতিবার রাতে বাজারে তিনটি ফ্লেক্স ছিঁড়ে নিকাশিনালায় ফেলে দেওয়া হয়। একটি দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও কংগ্রেসের দাবি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ০৭:০১
Share:

মুরারই থানার রাজগ্রাম বাজারে এই ভাবে ছিড়ে ফেলা হয়েছে ফ্লেক্স ও মুছে দেওয়া হয়েছে দেওয়াল লিখন। — নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসের ফ্লেক্স ও দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মুরারই ১ ব্লকের রাজগ্রাম বাজারের ঘটনা।

Advertisement

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাজগ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম বাজার সংসদে তাদের দলীয় প্রার্থী অচিন্ত্য ঘোষ। তিনি আগে তৃণমূলে ছিলেন। ২০১৩ সালে তৃণমূলের টিকিটে জিতে রাজগ্রাম পঞ্চায়েতের সদস্যও হয়েছিলেন অচিন্ত্য। ২০১৮সালে তৃণমূলের প্রার্থিপদ তিনি পাননি। বছর খানেক আগে তাঁকে দল থেকে বগিষ্কার করা হয় বলে তৃণমূলের দাবি। কংগ্রেসের দাবি, প্রার্থী হওয়ার পরে রাজগ্রামের বিভিন্ন জায়গায় ফ্লেক্স ও দেওয়ায় লিখন শুরু করেছিলেন অচিন্ত্য। বৃহস্পতিবার রাতে বাজারে তিনটি ফ্লেক্স ছিঁড়ে নিকাশিনালায় ফেলে দেওয়া হয়। একটি দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও কংগ্রেসের দাবি।

অচিন্ত্য বলেন, ‘‘শুক্রবার সকালে থানায় ও ব্লকে মৌখিক অভিযোগ করা হয়েছে। তবে, ফ্লেক্স ছিঁড়ে ও দেওয়াল লিখন মুছে ভোটে জেতা যায় না। কাটমানির বিরুদ্ধে ভোট হবে। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’’ মুরারই ১ ব্লক কংগ্রেসের সহ সভাপতি মফিজুল ইসলামের দাবি, ‘‘তৃণমূল কত নীচে নামতে পারে, এই ঘটনা তার সাক্ষী। কিন্তু, রাজগ্রাম পঞ্চায়েত কংগ্রেস-সিপিএমই দখল করবে।’’ কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, ‘‘প্রচারের আলোয় আসার জন্য কংগ্রেস প্রার্থী ও তাঁর দলবলই এই ঘটনা ঘটিয়েছেন। তৃণমূলের সংগঠন শক্ত। দেওয়াল লিখন ও ফ্লেক্স ছেড়ার প্রয়োজন নেই আমাদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement