Bolpur

৩৭৫ কেজির বিদ্যাসাগর মূর্তি, বোলপুর থেকে যাবে শিলং

এই আর্ট হাবেই বিদ্যাসাগরের ৪৬ ইঞ্চির আবক্ষ মূর্তিটি তৈরি হচ্ছে। মূর্তিটির ওজন প্রায় ৩৭৫ কেজি। অমিয় এবং আশিস জানিয়েছেন, তাঁরা ৩ মাস ধরে মূর্তিটি বানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৭:১৫
Share:

বিদ্যাসাগরের মূর্তি পাড়ি দিচ্ছে শিলং। নিজস্ব চিত্র

শিলংয়ের মহিলা মহাবিদ্যালয়ে বসবে ব্রোঞ্জের তৈরি বিদ্যাসাগরের মূর্তি। আর সেই মূর্তি তৈরি হচ্ছে বোলপুরে তালতোরা গ্রামে। বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষে এই মূর্তি আগেই প্রতিষ্ঠা কথা ছিল। কিন্তু করোনার জন্য সব পরিকল্পনাই পিছিয়ে দিতে হয়। আগামী জানুয়ারিতে ওই কলেজে বসতে চলেছে বিদ্যাসাগরের মূর্তি।

Advertisement

শান্তিনিকেতনে কলাভবনের কয়েক জন প্রাক্তন ছাত্র অমিয় ধাড়া, আশিস মাঝি ও রাজকুমার বৈদ্য একটি আর্ট হাব গড়ে তুলেছেন। এখানে নবীন প্রবীণ শিল্পীরা চাইলে ইচ্ছে মতো কাজ করতে পারেন। যে সব প্রবীণরা শারীরিক ভাবে অক্ষম বা দৃষ্টিশক্তি কমে গিয়েছে তাঁদের তৈরি খসড়া থেকে নবীনরা এখানে ভাস্কর্য গড়ে তোলেন।

এই আর্ট হাবেই বিদ্যাসাগরের ৪৬ ইঞ্চির আবক্ষ মূর্তিটি তৈরি হচ্ছে। মূর্তিটির ওজন প্রায় ৩৭৫ কেজি। অমিয় এবং আশিস জানিয়েছেন, তাঁরা ৩ মাস ধরে মূর্তিটি বানিয়েছেন। আগে অনেক মূর্তি বানিয়েছেন কিন্তু এমন কাজ এই প্রথম। করোনার জন্য কিছুটা সমস্যা হলেও এবার মূর্তিটি শিলং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement