দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।
বীরভূমের মহম্মদবাজারে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ৩ যুবক। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ জনের মধ্যে ২ জন মল্লারপুরের বাসিন্দা। তাঁরা মহম্মদবাজারে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। ওই আত্ময়ীর সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিলেন। মনে করা হচ্ছে সাঁতার না জানার কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে ৩ জনের।
সোমবার সকালে তাঁরা নদীতে স্নান করতে যান। সেখানেই কোনও ভাবে জলে ডুবে মৃত্যু হয় তাঁদের। আশপাশের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে মহম্মদ বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মৃতদের নাম রোহন শর্মা, রোহিত শর্মা এবং রাহুল শর্মা । এঁদের মধ্যে রাহুল ভারতীয় সেনায় চাকরি পেয়েছিলেন। কয়েক দিন পরেই তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল।
৩ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মহাম্মদ বাজার থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।