হরিণের দেহ উদ্ধার। নিজস্ব চিত্র।
পুকুরের পাড় থেকে একটি হরিণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার মহালিসাই গ্রামে। সোমবার সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান, কেয়াকোল হাসপাতালের সামনে পুকুরের ধারে পড়ে রয়েছে একটি হরিণ। তার শরীরের পিছনের দিকে বড় ক্ষতের চিহ্ন রয়েছে।
হরিণের দেহ দেখতে পাওয়ার খবর যায় বন দফতরে। রূপনারায়ণপুরের মহালিসাই বন দফতরের কর্মীরা গিয়ে হরিণের দেহটি উদ্ধার করেন।
অনুমান, হরিণটি কোনও হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু তার আগেই সম্ভবত সে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত হয়তো ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। হরিণটির মৃত্যুর কারণ নিয়ে বনকর্মীরা কিছু বলেননি এখনও পর্যন্ত। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।