Anubrata Mondal

Anubrata Mandal: অনুব্রতর গড়ে বিজেপি-তে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রায় তিন হাজার কর্মী

বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে তাঁদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ জেলা সভাপতি অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০০:৫৭
Share:

নিজস্ব চিত্র।

বিজেপি-তে আবারও বড়সড় ভাঙন বীরভূমে অনুব্রত মণ্ডলের গড়ে। শুক্রবার প্রায় তিন হাজার বিজেপি কর্মী জোড়াফুল শিবিরে যোগদান করলেন। বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে তাঁদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ জেলা সভাপতি অনুব্রত। বিজেপি ত্যাগী কর্মীদের হাতে তিনিই তৃণমূলের পতাকা তুলে দেন।

Advertisement

ওই বিজেপি কর্মীরা মূলত বোলপুর ব্লকের বাহির পাঁচশোয়া ও সিয়ান মুলক অঞ্চলের। তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে অনুব্রত বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের সময়ে প্ররোচনায় পা দিয়ে প্রচুর মানুষ বিজেপি-তে যোগ দিয়েছিলেন। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে শাসকদল তৃণমূল কংগ্রেসে শামিল হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যে ভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের শরিক হতেই এই যোগদান।’’

অনুব্রতর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাম জমানায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সিপিআইএমের অন্যতম বড় নেতা মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা। তাঁকে জেলা কমিটির বড় দায়িত্ব দেওয়া হবে জানান অনুব্রত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement