বান্দোয়ানে। নিজস্ব চিত্র
স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, দুর্ঘটনায় মৃত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা-সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার পুরুলিয়ার সব ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে দু’ঘন্টার প্রতীকী কর্মবিরতি পালন করলেন জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। ‘এনএইচএম’ জয়েন্ট অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা শাখার তরফে সুম্মিতা রায় বলেন, “এ দিন বেলা বারোটা থেকে দুপুর ২টো পর্যন্ত জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় থাকা সমস্ত কর্মীরা প্রতীকী ধর্মঘট পালন করেছেন। আগামী ১৭ নভেম্বর এই মর্মে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।’’
এ দিন বাঁকুড়ার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও প্রতীকী কর্মবিরতি পালন করা বলে জানান সংগঠনের রাজ্য কমিটির সদস্য গোপীনাথ রক্ষিত, সর্বানন্দ পাত্রেরা। দাবির ভিত্তিতে বিএমওএইচ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয় বলেও জানান তাঁরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন বলেন, ‘‘ওই কর্মীদের স্মারকলিপি পেয়েছি। দাবিগুলি রাজ্য স্তরে পাঠানো হবে।’’