Suvendu Adhikari

Suvendu Adhikari: পুলিশের ব্যারিকেড পায়ে পড়ে সিউড়িতে জখম শুভেন্দু, নিয়ে যাওয়া হল হাসপাতালে

বীরভূমের সিউড়িতে বুধবার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি। ওই কর্মসূচি চলাকালীন আঘাত পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৮:০৪
Share:
হাসপাতালে নিয়ে যাওয়া হল শুভেন্দুকে

হাসপাতালে নিয়ে যাওয়া হল শুভেন্দুকে

বীরভূমে দলীয় কর্মসূচি চলাকালীন আঘাত পেলেন শুভেন্দু অধিকারী। পায়ের পুলিশের ব্যারিকেড পড়ে জখম হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

সিউড়িতে বুধবার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি। ওই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু। সিউড়ি সার্কিট হাউস থেকে মিছিল করে সিউড়ি জেলাশাসকের কার্যালযয়ে আসে বিজেপি নেতৃত্বরা। জেলাশাসকের দফতরের সামনে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে ওই ঘটনা ঘটে। পায়ে দু’টি ব্যারিকেড পড়ে যাওয়ায় চোট পান শুভেন্দু।

Advertisement

এর পর সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। নিয়ে যাওয়া হয় সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর পায়ের এক্স-রে করা হয় প্রথমে। তার পর ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়া হয় বিরোধী দলনেতাকে। তবে তাঁর পা ভাঙেনি বলেই জানিয়েছেন তিনি।

শুভেন্দু বলেন, ‘‘পুলিশের দু’টি ব্যারিকেড পায়ে পড়ে গিয়ে চোট লেগেছে। তবে পা ভাঙেনি। সামান্য ক্র্যাক হয়েছে। আমি কারও উপর দোষ চাপাবো না। কী ঘটেছে, তা সকলেই দেখেছেন। এ ভাবে আমাকে আটকানো যাবে না।’’ তিনি আরও বলেন, আগামী ২০ এপ্রিল দলীয় বিধায়কদের নিয়ে ডেউচা-পাঁচামিতেও যাওয়ার কর্মসূচিও রয়েছে বিজেপি-র।

Advertisement

রাজ্য জুড়ে ঘটে চলা একের পর এক ধর্ষণের ঘটনা প্রতিবাদে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে বুধবার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement