Working Hours

Working Hours: পাকিস্তানে দিনে ১০, ভারতে ৭ ঘণ্টা... অন্যান্য দেশে সরকারি কর্মীরা কত ক্ষণ কাজ করেন?

বিশ্বের সবর্ত্র সাপ্তাহিক কাজের গড় সময় যে এক হবে না, তা স্বাভাবিক। বস্তুত, এ নিয়ে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৩:২৮
Share:
০১ ১৭

পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদিতে বসেই স্রোতের বিপরীতে হেঁটেছেন শাহবাজ শরিফ। সরকারি কর্মচারীদের কাজের সময় কমানোর দাবি অগ্রাহ্য করে তা বাড়িয়ে দিয়েছেন তিনি। মুদ্রাস্ফীতি রোখার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রকে চাঙ্গা করতেই এ দাওয়াই বলে দাবি শাহবাজের।

ছবি: রয়টার্স।

০২ ১৭

অথচ পাকিস্তানের একেবারেই বিপরীত বিন্দুতে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। চলতি বছর থেকে সে দেশে দৈনিক কাজের সময় কমিয়ে সাড়ে ৪ ঘণ্টা করা হয়েছে। এই প্রসঙ্গে দেখা যেতে পারে, বিশ্বের কোন দেশে সপ্তাহে গড়ে কত ক্ষণ কাজের নিদান রয়েছে?

প্রতীকী ছবি।

Advertisement
০৩ ১৭

কোন দেশের কর্মীরা দিনে গড়ে কত ক্ষণ কাজ করবেন, তা নির্ধারণের পিছনে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ ক্ষেত্রে কর্মী কোন কর্মক্ষেত্রে কত ক্ষণ কাজ করছেন, সেটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।

প্রতীকী ছবি।

০৪ ১৭

বিশ্বের সবর্ত্র সাপ্তাহিক কাজের গড় সময় যে এক হবে না, তা স্বাভাবিক। বস্তুত, এ নিয়ে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধারণত দেখা গিয়েছে যে, এশীয় দেশগুলিতে বেশি ক্ষণ অফিসে কাটাতে হয় কর্মীদের। সেই তুলনায় বেশির ভাগ ইউরোপীয় দেশের কর্মীদের কাজের গড় সময় অনেক কম।

প্রতীকী ছবি।

০৫ ১৭

উত্তর বা লাতিন আমেরিকার বাসিন্দারা আবার এশীয়দের তুলনায় কম সময় কাজের সুবিধা ভোগ করেন। তবে তাঁদের ইউরোপীয় দেশগুলির তুলনায় বেশি সময় কাজ করতে হয়।

প্রতীকী ছবি।

০৬ ১৭

এ দেশে ১৯৪৮ সালের ফ্যাক্টরিজ অ্যাক্ট অনুযায়ী, কর্মীদের কাজের সময় সপ্তাহে গড়ে ৪৮ ঘণ্টার বেশি হতে পারবে না। দিনে ৯ ঘণ্টার বেশি কাজেরও নিদান দেওয়া হয়নি।

প্রতীকী ছবি।

০৭ ১৭

অন্য দিকে, ওই আইনের ৫১ নম্বর ধারা অনুযায়ী, কর্মীদের দিয়ে সাড়ে ১০ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। গত বছর আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও)-র একটি রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল।

প্রতীকী ছবি।

০৮ ১৭

ফিরে আসা যাক পড়শি দেশের কথায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার সামলানোর প্রথম দিনেই নয়া নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ। সরকারি কর্মীদের দিনে ১০ ঘণ্টা করে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

প্রতীকী ছবি।

০৯ ১৭

সেই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনেও কোপ মেরেছেন পাক প্রধানমন্ত্রী। শাহবাজের নির্দেশ, এ বার থেকে দু’দিনের বদলে কেবল মাত্র রবিবার ছুটি পাবেন তাঁরা। ফলে শনিবার দফতরে আসতে হবে সরকারি কর্মীদের।

ছবি: সংগৃহীত।

১০ ১৭

ভারত-পাকিস্তান ছেড়ে বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকানো যাক। বেশির ভাগ দেশেই প্রতি সপ্তাহে গড়ে ৪০ ঘণ্টা কাজ করার নির্দেশ বলবৎ রয়েছে। যদিও কর্মক্ষেত্রের উপরেও এই সময়ের হিসাব নির্ভর করে।

প্রতীকী ছবি।

১১ ১৭

কর্মক্ষেত্রে এক জন কত ক্ষণ সময় ব্যয় করেন? এ প্রশ্নের উত্তর বড় একটা সহজ নয়। বিভিন্ন পরিসংখ্যান খতিয়ে দেখা গিয়েছে যে, উচ্চ আয়ের দেশগুলিতে গড়ে কম সময় কর্মক্ষেত্রে কাজের নিদান রয়েছে। অথচ মধ্যআয়ের বা উন্নয়নশীল দেশগুলিতে সাধারণত বেশি ক্ষণ কর্মক্ষেত্রে কাটাতে হয়।

ছবি: পিক্সাবে।

১২ ১৭

২০১৯ সালে একটি রিপোর্টে ক্যালিফোর্নিয়া এবং গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দাবি ছিল, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির মধ্যে গড়ে সবচেয়ে বেশি কাজ করতে হয় কম্বোডিয়ায়। সেখানকার কর্মীদের প্রতি সপ্তাহে গড়ে ৪৭.৬ ঘণ্টা কর্মক্ষেত্রে কাটাতে হয়।

প্রতীকী ছবি।

১৩ ১৭

কম্বোডিয়ার পরেই রয়েছে মায়ানমার (৪৭.১ ঘণ্টা), বাংলাদেশ (৪৬.৫ ঘণ্টা), সিঙ্গাপুর (৪৪.৮ ঘণ্টা), মালয়েশিয়া (৪২.৩ ঘণ্টা)।

প্রতীকী ছবি।

১৪ ১৭

এ তালিকায় দক্ষিণ আফ্রিকাও ঢুকে পড়েছে। সে দেশে সপ্তাহে গড়ে ৪২.১ ঘণ্টা কাজের নিদান রয়েছে। সপ্তম স্থানে রয়েছে চিন। সে দেশে প্রতি দিন গড়ে ৪১.৭ ঘণ্টা কাজ করতে হয়।

প্রতীকী ছবি।

১৫ ১৭

বিশ্বের কোন দেশগুলির কর্মীরা কর্মক্ষেত্রে কম সময় ব্যয় করেন? ২০১৯ সালে একটি রিপোর্টে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)- সমীক্ষা জানিয়েছিল, এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে জার্মানি।

প্রতীকী ছবি।

১৬ ১৭

৩৮টি দেশের ওই সংগঠনের দাবি, জার্মানিতে সপ্তাহে গড়ে ২৫.৬ ঘণ্টা কাজের নির্দেশ রয়েছে। এর পরেই রয়েছে ডেনমার্ক (২৫.৯ ঘণ্টা), গ্রেট ব্রিটেন (২৬.২৯ ঘণ্টা), নরওয়ে (২৬.৩ ঘণ্টা) এবং নেদারল্যান্ডস (২৬.৯ ঘণ্টা)।

প্রতীকী ছবি।

১৭ ১৭

২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’-এর প্রাক্কালে প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে দাবি, ডেনমার্ক-সহ ওই পাঁচ দেশই ‘সুখী’ দেশগুলির তালিকায় উপরের দিকে রয়েছে। বিষয়টি কাকতালীয় কি?

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement