সভামঞ্চে অমিত শাহ। শুক্রবার সিউড়িতে। নিজস্ব চিত্র
মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে সামনে পেয়ে কেউ অনুরোধ করলেন রাজ্য থেকে অনুপ্রবেশ, পরিবারতন্ত্র ও দুর্নীতি রোখার ‘পথ পদর্শক’ হতে । কেউ আর্জি জানালেন অনু্ব্রত-হীন বীরভূমে পাথর কারবারিকে জেলে পাঠানোর। তবে সবটাই হিন্দিতে। শুক্রবার সিউড়ির বেণীমাধব মাঠে অমিত শাহকে হিন্দিতে এমন অনুরোধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
শুভেন্দু তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় তৃণমূল শাসনের বাংলার অবস্থা তুলে ধরতে গিয়ে শেষের দিকে হিন্দিতে বলেন, ‘‘আমি আমিতজিকে বলব, বাংলায় অনুপ্রবেশের সমস্যা রয়েছে। সেই সমস্যা আপনাকেই ঠেকাতে হবে। বাংলায় পরিবারতন্ত্র, তোষণের রাজনীতি খতম করতে আপনাকেই মার্গদর্শক হতে হবে।’’ শুভেন্দুর পরে বলতে উঠে মোদীর নেতৃত্বে ভারত এবং মমতার নেতৃত্বে বাংলার তুলনামূলক আলোচনা করতে করতে সুকান্ত হিন্দিতে শাহের উদ্দেশে বলেন, ‘‘এই বীরভূম জেলা কুখ্যাতদের জায়গা হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল জেলে গিয়েছেন। কিন্তু, তাঁর ডান হাত টুলু মণ্ডল (ইতিমধ্যেই দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পথার ব্যবসায়ী টুলুকে জেরা করেছে) এখনও পাথরের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। আজ অমিতজিকে সামনে রেখে বলতে চাই, টুলুর মতো গুন্ডাকে গারদের পিছনে পোরা উচিত।’’