Suri

হঠাৎ পদত্যাগ করলেন সিউড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান

বিধানসভা ভোটের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ভাবে হঠাৎ পদত্যাগে অন্যরকম গন্ধ পাচ্ছে বিরোধীরা।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৯:৫৫
Share:

উজ্জ্বল চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সিউড়ি পৌরসভার প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। নতুন চেয়ারম্যান হলেন প্রণব কর। বিধানসভা ভোটের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ভাবে হঠাৎ পদত্যাগে অন্যরকম গন্ধ পাচ্ছে বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের দাবি, রাজ্যজুড়ে শুরু হয়েছে এই প্রবণতা। বিভিন্ন সময় দেখা যাচ্ছে তৃণমূলের কর্মীরা দলে থাকলেও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছেন।

Advertisement

শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘আসলে এটা পুরোটাই রাজনীতি। একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, মুখে না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। তুলনামূলক ভাবে যে সব মানুষ কিছুটা সৎ তাঁরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারছেন না। স্বাভাবিক ভাবেই পদত্যাগ করছেন।’’

Advertisement

রাজ্য সরকার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে প্রণব করের (অঞ্জন) নাম পাঠায়। সোমবার তিনি পৌরসভায় এসে দায়িত্ব বুঝে নেন। নিজস্ব চিত্র

বিদায়ী চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। দলগত কোন কারণ নেই। অপর দিকে আজ প্রণব করেন শপথ গ্রহণের অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন ‘‘আগে কাজ, পরে সংগঠন। আমি কাজে ব্যস্ত ছিলাম তাই সংগঠনের কাজে যেতে পারিনি। যদি রাজনীতির কোনও ব্যাপার থাকে তা হলে আপনাদের পরে জানিয়ে দেব।’’

আরও পড়ুন: সুজয়ের গাড়ির সামনে স্লোগান, দুই দলে তরজা

এ বছরই ২৭ মে প্রশাসকদের দ্বারা বোর্ড গঠিত হয়। চেয়ারম্যান হন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সদস্যরা ছিলেন কাজী ফরজউদ্দিন, প্রণব কর এবং বিদ্যাসাগর সাউ। চার দিন আগে উজ্জ্বল চট্টোপাধ্যায় ইস্তফা দেন। তারপরে রাজ্য সরকার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে প্রণব করের (অঞ্জন) নাম পাঠায়। সোমবার তিনি পৌরসভায় এসে দায়িত্ব বুঝে নেন।

আরও পড়ুন: আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement