শো-কজের জবাব দেওয়া সত্ত্বেও তাঁদেরকে অনৈতিক ভাবে দল বহিষ্কার করেছে দল, এমন অভিযোগ তুলে সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির মণ্ডল কমিটির সভাপতি মনোজ শর্মা এবং বিজেপির জেলা সম্পাদক স্বরূপরতন সিংহ। তাঁদের দাবি, ‘‘বিজেপি ছাড়া অন্য কোনও দল করব না। আর বিজেপি দলটা কারও পৈতৃক সম্পত্তি নয়।’’ ঘটনা হল, গত ২ মে ওই দুই নেতাকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অসীম সরকার চিঠি দিয়ে জানিয়ে দেন দল থেকে ছ’ বছরের জন্য বহিষ্কারের কথা । অসীম সরকার ওই চিঠিতে এও জানিয়ে দেন, দলবিরোধী কার্যকলাপের জন্য বিজেপি দলের বর্তমান জেলা আহ্বায়ক অর্জুন সাহার কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিতে। কিন্তু কোনও রকম চিঠি দেননি তাঁরা।
সেই কারণে রাজ্য সভাপতি নির্দেশ মেনে ও শৃঙ্খলা রক্ষা সমিতির সুপারিশ মেনে দল থেকে দুজনকে বহিষ্কার করা হয়েছে। এবং দলীয় কোনও কাজে অংশ নিতে পারবেন না বলে দুজনকে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এ দিকে বহিষ্কৃত নেতা স্বরুপ রতন সিংহ দাবি করেন, ‘‘আমরা রামপুরহাট শহরে একটি মিছিল করি এবং সেটা রামপুরহাট মহকুমাশাসকের অনুমতি ছিল। সেই মিছিলকে দলের আহ্বায়ক অর্জুন সাহা পাল্টা মিছিল বলে দাবি করেছেন। আসলে দুধ কুমার মণ্ডল অনুগামী বলেই দল আমাদের প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করেছে।’’ এ ব্যাপারে দুধকুমার মণ্ডলের প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি ফোন ধরেননি। অন্যদিকে বিজেপির জেলা আহ্বায়ক অর্জুন সাহা বলেন, ‘‘দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত দলের রাজ্য নেতৃত্বের। সুতরাং এ ব্যাপারে নতুন করে মন্তব্য করতে চাই না।’’