Beauty Tips

শুষ্ক ত্বকের যত্নে দরকার ময়েশ্চারাইজ়ার, কোনটি কোন ত্বকের জন্য ভাল, বুঝবেন কী ভাবে?

শীতের মরসুমে ত্বক মসৃণ এবং কোমল রাখতে ময়েশ্চারাইজ়ার মাখতেই হবে। কিন্তু ত্বকের ধরন অনুযায়ী কোনটি ভাল, বুঝবেন কী করে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২০:৪৫
Share:

ত্বকের উপযোগী ময়েশ্চারাইজ়ার বেছে নেবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।

ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে ময়েশ্চারাইজ়ার। ত্বক নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলেন বছরভর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা উচিত। তবে, শীতের মরসুমে এর প্রয়োজন হয় আরও বেশি।

Advertisement

মেকআপ করুন বা সানস্ক্রিন মাখুন, তার আগে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতেই হবে। কিন্তু আপানার ত্বকের জন্য কোনটি উপযুক্ত, তা বুঝবেন কী করে?

রূপচর্চা এবং প্রসাধনী নিয়ে কাজ করেন আকাঙ্খা বালিগা। তিনি বলছেন, ময়েশ্চারাইজ়ার বেছে নেওয়ার আগে ত্বকের ধরন জানতে হবে এবং শুষ্ক মরসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত ময়েশ্চারাইজ়ারও বেছে নিতে হবে।

Advertisement

তৈলাক্ত ত্বক: এই ধরনের ত্বক উপর থেকে তেলতেলে হলেও, ত্বকের নীচের অংশে আর্দ্রতার অভাব হয়। এই ধরনের ত্বকের জন্য উপযোগী হল লোশন বা হাইড্রেটিং জেল। ভিটামিন সি, সেরামাইড রয়েছে এমন ময়েশ্চারাইজ়ার বেছে নিতে পারেন।

শুষ্ক ত্বক: শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজ়ার ভাল। তবে তাতে ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড জাতীয় উপাদান থাকলে ভাল হবে।

মিশ্র ত্বক: কারও ত্বক মিশ্রও হয়। নাক এবং কপালের অংশ তৈলাক্ত এবং বাকি মুখ শুষ্ক। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এমন ময়েশ্চারাইজ়ার বেছে নিন।

স্পর্শকাতর ত্বক: স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালো ভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজ়ার কার্যকর হবে।

কী ভাবে ব্যবহার করবেন?

ত্বক ভাল রাখতে ময়েশ্চারাইজ়ারের পাশাপাশি সানস্ক্রিনও জরুরি। দিনের বেলা বেরোতে হলে ময়েশ্চারাইজ়ারের উপর সানস্ক্রিন মাখতে পারেন। আবার সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে পারে এসপিএফ যুক্ত এমন ময়েশ্চারাইজ়ারও বেছে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement