Marriage Ceremony

চর্চা পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ে ঘিরে 

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথম জীবনে পাথর সরবরাহ ও গৃহশিক্ষকতা দিয়ে জীবন শুরু করা টুলু মণ্ডল বর্তমানে কোটি কোটি টাকার মালিক। শাসক দলের ‘ঘনিষ্ঠ’ ওই ব্যবসায়ী বলে বিরোধীদের দাবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

সিউড়িতে এক পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ের অনুষ্ঠান হল শনিবার। সেই বিয়ের ‘রাজসূয়’ আয়োজন এবং ‘বৈভব’ ঘিরেই এ দিন গোটা বীরভূম জেলায় কৌতূহল ও চর্চা বজা থাকল। চর্চার আর এক কারণ, পাত্র যিনি, তিনি হলেন রেশন-দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ এক চাল ব্যবসায়ীর পুত্র। এই ব্যবসায়ীকে রেশন দুর্নীতিতে গ্রেফতার করেছিল ইডি। পরে জামিন পান।

Advertisement

কারণ, সেই পাথর ব্যবসায়ীর নাম টুলু মণ্ডল (ওরফে নিজামউদ্দিন)। তিনি জেলা তৃণমূলের একাধিক নেতার ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত। গরু পাচার মামলায় নাম জড়ানো ওই পাথর ব্যবসায়ীকে গত বছর নভেম্বরে দিল্লিতে ডেকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার আগে ২০২২ সালের অগস্টে গরু পাচার মামলার সূত্রেই টুলু মণ্ডলের সিউড়ি ও মহম্মদবাজারের বাড়িতে অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। গত বছর এপ্রিলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিউড়ির জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তাঁকে ‘গুণ্ডা’ বলে অভিহিত করেছিলেন। অতীতে একই ভাবে টুলুকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

সেই টুলুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ দিন উজ্জ্বল উপস্থিতি ছিল একগুচ্ছ বলিউড ও টলিউড তারকার, নেতা-মন্ত্রীর। কার্ড ছাপানো, নিমন্ত্রণের ধরন, বিয়ের মণ্ডপ, খাওয়াদাওয়া থেকে অতিথি আপ্যায়নের বহর—সব মিলিয়ে এই বিয়ে নিয়ে চর্চার পাশাপাশি প্রশ্ন ঘুরছে, কী ভাবে এত রাজসিক আয়োজন হল।

Advertisement

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথম জীবনে পাথর সরবরাহ ও গৃহশিক্ষকতা দিয়ে জীবন শুরু করা টুলু মণ্ডল বর্তমানে কোটি কোটি টাকার মালিক। শাসক দলের ‘ঘনিষ্ঠ’ ওই ব্যবসায়ী বলে বিরোধীদের দাবি। মাঝে সিবিআই-ইডি তৎপর হওয়ার পরে টুলু কিছুদিন ‘অন্তরালে’ চলে
গিয়েছিলেন। গত বছর নভেম্বরে দিল্লিতে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু, জেলায় ফিরতেই মহম্মদবাজারে একটি খুনের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য চার্জশিট থেকে টুলুর নাম বাদ দেয় সেই পুলিশই।

একই ভাবে টুলুর ‘বেয়াই’-এর উত্থান কাহিনিও চমকপ্রদ। এক কালে তিনি ছিলেন ট্রাক চালক। তাঁর বিরুদ্ধে সোনা পাচারেরও অভিযোগ উঠেছিল। ২০১৫ সালে প্রচুর সোনা-সহ তাঁকে গ্রেফতার করে শুল্ক দফতর। পরে জামিনে মুক্তি পান। ২০২১ সালে গরু পাচার মামলায় সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। ২০২২ সালে রাজ্য পুলিশের সিআইডি কয়লা পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে। চলতি বছরে রেশন দুর্নীতি মামলায় ইডি তাঁর চালকলে তল্লাশি করেছিল। পরে গ্রেফতার হন। জামিন পেয়ে এখন উত্তর ২৪ পরগনার বাড়িতে থাকেন।

টুলুর মেয়ের বিয়ের আসর বসেছিল দুবরাজপুর থেকে সিউড়ি শহর ঢোকার আগে, একটি বিশাল মাঠে। টুলুর পরিচিত এক জন বললেন, ‘‘শুনেছি, ২৫ বিঘা জমির উপরে প্যান্ডেল হয়েছে। এলাহি আয়োজন। নিমন্ত্রিতের সংখ্যা কয়েক হাজার।’’ সমাজমাধ্যমে কেউ কেউ বিয়ের মণ্ডপের গেটের ছবি দিয়েছেন। নিমন্ত্রিতদের একাংশ বলছেন, জীবনে এর আগে এত বৈভব সম্পন্ন বিয়ের অনুষ্ঠান দেখেননি তাঁরা।

সেই সূত্রেই চর্চায় উঠে আসছে, বিয়ের কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ। যা নিয়ে কটাক্ষ করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বিয়েতে আমন্ত্রিত বলিউডের এক নায়িকার আসার খবর জানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করে এক্স হ্যান্ডলে একগুচ্ছ কথা লিখেছেন তরুণজ্যোতি। প্রশ্ন তুলেছেন টুলুর আয়ের উৎস নিয়ে। তরুণজ্যোতির দাবি, গরু পাচার মামলায় ইডি টুলুকে তলব করেছিল। কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে যিনি রয়েছেন, তাঁর মেয়েরে বিয়েতে এত পরিমাণ অর্থের জোগান কোথা থেকে এল, তা দেখা প্রয়োজন বলেও দাবি তাঁর।

অনেক চেষ্টা করেও টুলুকে এ দিন ফোনে পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement