Accident

দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁকুড়ার বড়জোড়ায়, দুর্ঘটনায় জখম একাধিক

দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন মোট ২৮ জন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৮:৩৪
Share:

দুর্ঘটনার কবলে বাস। — নিজস্ব চিত্র।

দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন মোট ২৮ জন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়। আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সাত জনকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।

Advertisement

শুক্রবার রাতে পর্যটকদের একটি বিলাসবহুল বাস বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি যাত্রিবাহী বাস দুর্গাপুরের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। বড়জোড়া স্টেট ব্যাঙ্ক মোড়ের সামনে আচমকা দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরে দু’টি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন । পরে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু’টি বাস থেকে মোট ২৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ২১ জনকে প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রাতেই ছেড়ে দেওয়া হয়।

সাত যাত্রীকে শুক্রবার রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে রাতে বেশ কিছু ক্ষণ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাস দু’টিকে রাস্তার ধারে সরিয়ে দেয়। আবার ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বড়জোড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস দু’টিকে আটক করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement