পুজোর বাজারে পথ চলার পাঠ

এলাকার মনসাপুজোয় খুব ধুমধাম হয়। সে কথা মাথায় রেখে পুজোর আগের দিন, মঙ্গলবার কেনাকাটায় আসা বাসিন্দাদের পথ চলার পাঠ দিলেন কন্যাশ্রীর পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানবাজার শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০১:০৮
Share:

পথে কন্যাশ্রীরা।—নিজস্ব চিত্র

এলাকার মনসাপুজোয় খুব ধুমধাম হয়। সে কথা মাথায় রেখে পুজোর আগের দিন, মঙ্গলবার কেনাকাটায় আসা বাসিন্দাদের পথ চলার পাঠ দিলেন কন্যাশ্রীর পড়ুয়ারা। তাতে সাহায্য করলেন মানবাজার ব্লক প্রশাসন, পুলিশ এবং স্থানীয় ক্লাবের সদস্যেরা।

Advertisement

‘জনবহুল এলাকায় আস্তে গাড়ি চালান’, ‘ধীরে ধীরে চালালে গাড়ি/ সুরক্ষিত ফিরবে বাড়ি’, আবার কোথাও ‘মোটরবাইক চালানোর সময়ে হেলমেট না পড়লে কপালে দুর্গতি’— প্ল্যাকার্ডে লেখা এমন বার্তা হাতে পড়ুয়াদের শহরে প্রচার চালাতে দেখা গেল। র‍্যালি চলার সময় রাস্তার মধ্যেই একটি মোটরবাইককে পাঁচ জন আরোহীকে দেখে পড়ুয়ারা তাঁদের থামান। স্ত্রী এবং তিন ছেলেমেয়েকে নিয়ে মানবাজার থানার পাথরকাটা গ্রামের মিঠু গোপ বাড়ি ফিরছিলেন। কেন হেলমেটের ব্যবহার জরুরি, কেন একটা মোটরবাইকে পাঁচ জনের চলা উচিত নয়, নিষেধ না মেনে চললে কী কী বিপদ হতে পারে সে সব বোঝান। ভবিষ্যতে এমনটা আর না করার শর্তে ছাড় পান মিঠুবাবু।

এ দিনের প্রচারে পা মেলান মানবাজার ১ এর বিডিও সত্যজিৎ বিশ্বাস, সিআই (মানবাজার সার্কেল) সুবীর কর্মকার, ওসি শেখর মিত্র এবং কয়েক’টি স্কুলের প্রধান শিক্ষক ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা। মানবাজার থানা থেকে মিছিল বেরিয়ে পুরানো বাসস্ট্যান্ড এলাকার চৌমাথা পোদ্দার পাড়া পোস্ট অফিস মোড় হয়ে মিছিল ফের থানায় আসে। মনসাপুজোর ভিড়কে কাজে লাগাতেই এই প্রচার, জানান বিডিও সত্যজিৎবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement