সংগৃহীত চিত্র।
নবম শ্রেণির রেজিস্ট্রেশনের ভুলভ্রান্তি ঠিক করার সময়সীমা বৃদ্ধি করল মধ্যশিক্ষা পর্ষদ। ভেরিফিকেশনের জন্য আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে। ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “রেজিস্ট্রেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা নবম শ্রেণিতে সম্পন্ন করতে হয়। সেখানে যাতে কোনও ভুলভ্রান্তি না থাকে এবং সব তথ্য নির্ভুল হয়, তাই নির্দিষ্ট সময়সীমার পরেও বাড়তি সময় দেওয়া হল। স্কুলগুলি যেন দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়া সময় মতো সম্পন্ন করে।”
২০২৬ সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা ২০২৪ সালে নবম শ্রেণিতে তাদের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করে। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে এই প্রক্রিয়ায় যথেষ্ট পরিমাণে ভুলভ্রান্তি থাকে। যার ফলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের এবং বোর্ডকে। তাই এ বার যথেষ্ট পরিমাণে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। চলতি মাসের ১১ নভেম্বর বেলা ১১টা থেকে ২০ নভেম্বর সন্ধে ছ’টা পর্যন্ত অনলাইন মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “এত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও প্রতি বার এত ভুল হয় কী করে! আমরা চাই, প্রতিটি স্কুল নির্ভুল ভাবে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুক। তবে অনেক স্কুলের নিজস্ব কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন না থাকার কারণে অসুবিধা হচ্ছে। এর একটা স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে করা উচিত।”