Shatabdi Roy

বীরভূমে প্রচারে গিয়ে আবার ক্ষোভের মুখে তৃণমূলের অভিনেত্রী সাংসদ শতাব্দী

মঙ্গলবার শতাব্দী রায় গিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরে। সেখানে তাঁকে পানীয় জল, বার্ধক্যভাতা ইত্যাদি নানা পরিষেবা নিয়ে ক্ষোভের কথা শোনান স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৮:৩৫
Share:

দুবরাজপুরে তৃণমূল সাংসদ শতাব্দী রায়। — নিজস্ব চিত্র।

বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আবার স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তৃণমূল সাংসদকে কাছে পেয়ে নানা পরিষেবা নিয়ে নিজেদের ক্ষোভের কথা শোনান তাঁরা। এই নিয়ে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পর পর তিন দিন ঘটল এমন ঘটনা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন সাংসদ।

Advertisement

মঙ্গলবার শতাব্দী গিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের চিনপাই এলাকায় ভোট প্রচারে। সেখানে তাঁকে কাছে পেয়ে পানীয় জল, বার্ধক্যভাতা ইত্যাদি নানা পরিষেবা নিয়ে ক্ষোভের কথা জানান ওই এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের মধ্যে এক জন তৃণমূল সাংসদকে প্রশ্ন করেন, ‘‘এখানে সজলধারা প্রকল্প নেই। জলের ব্যবস্থা করবেন?’’ শতাব্দী সেই অভিযোগের কথা শোনেন। তাঁদের আশ্বাস দেন তিনি। তৃণমূল সাংসদের সঙ্গে ছিলেন বীরভূমের জোড়াফুল শিবিরের নেতারা। তাঁরা শতাব্দীকে সেখান থেকে নিয়ে চলে যান। যাঁরা পরিষেবা নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন তাঁদের মধ্যে এক মহিলা পরে বলেন, ‘‘জলের সমস্যা, বয়স্ক ভাতার কথা বললাম। মেয়েটার জন্যেও বলেছি। কোনও সুবিধাই তো পাইনি।’’

বীরভূমের একাধিক জায়গায় বিভিন্ন সময়ে ক্ষোভের মুখে পড়েছেন ওই তৃণমূল সাংসদ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুখে গত রবিবার সিউড়ির নগুড়ি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি। পর দিন অর্থাৎ বীরভূমেরই খয়রাশোলের গাংপুরেও শতাব্দীকে ঘিরে পরিষেবা নিয়ে নিজেদের ক্ষোভের কথা শোনান স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement