শতাব্দী রায়। ছবি: নিজস্ব।
বীরভূমের মাড়গ্রামে বোমার ঘায়ে মৃত্যু হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই-সহ দু’জনের। তাঁদের পরিবারকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। জানালেন, বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। যাতে দুই পরিবারের এক জন করে সদস্য সরকারি চাকরি পান।
সোমবার মাড়গ্রামে নিহত দুই তৃণমূল কর্মী লাল্টু শেখ ও নিউটন শেখের বাড়ি যান শতাব্দী। লাল্টুই স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই। তাঁদের বাড়ি গিয়ে পরিবারের কথা বলেন সাংসদ। শোনেন তাঁর অভাব-অভিযোগের কথা। এর পরেই শতাব্দী বলেন, ‘‘দু’জনের রোজগারে সংসারে পেট চলত। তাঁদের হারিয়ে দুই পরিবারই এখন অসহায়। তাঁদের পরিবারের এক জনকে যাতে সরকারি চাকরি পান, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব। চাকরিটা যাতে জোটে, সেটা দেখব।’’
গত ৪ ফেব্রুয়ারি রাতে মাড়গ্রামে বোমাবাজিতে গুরুতর জখম হওয়ায় লাল্টু ও নিউটনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় কংগ্রেস নেতা বলে পরিচিত সুজাউদ্দিন শেখের বিরুদ্ধে। যিনি আগে বিজেপিতে ছিলেন বলেও দাবি। সেই সুজাউদ্দিন-সহ সাত জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি যাঁরা জড়িত বোমাবাজির ঘটনায়, তাঁদেরও শীঘ্রই গ্রেফতারের দাবি জানান শতাব্দী।