অনশনে। নিজস্ব চিত্র
দোকান ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসলেন বোলপুর-শান্তিনিকেতন রোডের এক হস্তশিল্প ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ছ’মাসের মধ্যে দোকান ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এক বছর পরেও তা ফিরে পাননি। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে।
বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা প্রবীর ইসলাম চৌধুরী জানিয়েছেন, বোলপুর টাউন জামা মসজিদের অধীনে থাকা একটি মার্কেটের দোকান দীর্ঘদিন ভাড়া নিয়ে তিনি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যবসা করছিলেন। পরে মসজিদ কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, মার্কেটটি নতুন করে তৈরি করা হবে। সেই মতো ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর একটি চুক্তির ভিত্তিতে ওই ব্যবসায়ীর কাছ থেকে দোকানঘরটি নেওয়া হয় এবং ছ’মাসের মধ্যে পুনরায় নতুন মার্কেট কমপ্লেক্সে ব্যবসা করার জন্য ভাড়াতে একটি দোকান ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ওই ব্যবসায়ীর অভিযোগ, এখনও পর্যন্ত নতুন মার্কেট কমপ্লেক্স হয়নি। পুরনো দোকানও ফিরে পাননি। পুরনো দোকানটি বন্ধ রয়েছে গত বছর সেপ্টেম্বর থেকে। শুক্রবার সকাল থেকে পুরনো দোকানের সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে প্রতীকী অনশনে বসেন ওই হস্তশিল্প ব্যবসায়ী। তিনি বলেন, ‘‘মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বিভিন্ন কারণ দেখিয়ে পুরনো দোকানঘরও আমাকে দেওয়া হচ্ছে না , এর ফলে আমার পরিবার চরম সঙ্কটের মধ্যে পড়েছে। এই নিয়ে আমি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসকের কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছি। কোনও সুরাহা হয়নি।’’
বোলপুর জামা মসজিদ কমিটির দাবি, করোনা পরিস্থিতি এবং এই মুহূর্তে তাদের কাছে পর্যাপ্ত তহবিল না থাকার কারণে নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করার কাজ থমকে গিয়েছে। কমিটির সভাপতি
আঙ্গুর খান বলেন, ‘‘নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ আটকে যাওয়ায় আমরা ওই ব্যবসায়ীকে পূর্ব প্রতিশ্রুতি মতো ঘর দিতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ওই ব্যক্তিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’’